রিদয়ে শুরের পরশ পরিবার
নুসরাত
আজিজুল
প্রেমা ?
সবুজ
রাজিব গায়েন
সুপ্রিয়া
[মোর আঠারো সাল হই গেলেক রে
মোর আঠারো সাল হই গেলেক রে
হে দাদা,হে বাবা,রে দাদা
সাদি করাই দে রে
মোর জোড়ি জুমাই দে
সাদি করাই দে রে
মোর জোড়ি জুমাই দে
মোর আঠারো সাল হই গেলেক রে
মোর আঠারো সাল হই গেলেক রে
হে দাদা,হে বাবা,রে দাদা
[সাদি করাই দে রে
মোর জোড়ি জুমাই দে
সাদি করাই দে রে
মোর জোড়ি জুমাই দে
গাও কে গৌরি হামার দিল কে চুরালেক রে
রোজ দিন স্বপ্না মে হামার সে ভেতালেক রে
গাও কে গৌরি হামার দিল কে চুরালেক রে
রোজ দিন স্বপ্না মে হামার সে ভেতালেক রে
[হামার দিল মে তু বাইসে গেলেক রে
হামার দিল মে তু বাইসে গেলেক রে
হে দাদা,হে বাবা,রে দাদা
সাদি করাই দে রে
মোর জোড়ি জুমাই দে
সাদি করাই দে রে
মোর জোড়ি জুমাই দে
[মেলা মে দেখালো ওকে
সেহে দিন সে চাহনা
চুপে চুপে মনে মনে প্যায়ার ওকে করো না
মেলা মে দেখালো ওকে
সেহে দিন সে চাহনা
চুপে চুপে মনে মনে প্যায়ার ওকে করো না
[জীবন জোড়ি মোই খোঁজ লেলো রে
জীবন জোড়ি মোই খোঁজ লেলো রে
হে দাদা,হে বাবা,রে দাদা
সাদি করাই দে রে
মোর জোড়ি জুমাই দে
সাদি করাই দে রে
মোর জোড়ি জুমাই দে
যা দাদা যা হামার বাত তোহে চালাই দে
মুই তো চা হুনা যাকে উকরে সে মিলাই দে
যা দাদা যা হামার বাত তোহে চালাই দে
মুই তো চা হুনা যাকে উকরে সে মিলাই দে
ওকে আপন লে চুন লেলে রে
ওকে আপন লে চুন লেলে রে
হে দাদা,হে বাবা,রে দাদা
সাদি করাই দে রে
মোর জোড়ি জুমাই দে
সাদি করাই দে রে
মোর জোড়ি জুমাই দে
মোর আঠারো সাল হই গেলেক রে
মোর আঠারো সাল হই গেলেক রে
হে দাদা,হে বাবা,রে দাদা
সাদি করাই দে রে
মোর জোড়ি জুমাই দে
সাদি করাই দে রে
মোর জোড়ি জুমাই দে
সাদি করাই দে রে
মোর জোড়ি জুমাই দে
.................................................................................