তুমি দুঃখ দিও আমায়,
তবু ভুলতে বলো না
তুমি দুঃখ দিও আমায়
তবু ভুলতে বলো না
তুমি কষ্ট দিও আমায়
তবু ভুলতে বলো না
আমি কেমন করে সইবো
তোমার নিরব যন্ত্রণা
আমি কেমন করে সইবো
তোমার নিরব যন্ত্রণা
তুমি দুঃখ দিও আমায়
তবু ভুলতে বলো না
তুমি কষ্ট দিও আমায়
তবু ভুলতে বলো না
স্বপ্নের সাথে আড়ি
তবু করি বাড়াবাড়ি
দেখবো শুধু যে তোমায়…
ঘুম থেকে হঠাৎ জাগা
আনমনে বসে থাকা
শুধু তোমার কল্পনায়…
ও.স্বপ্নের সাথে আড়ি
তবু করি বাড়াবাড়ি
দেখবো শুধু যে তোমায়..
ঘুম থেকে হঠাৎ জাগা
আনমনে বসে থাকা
শুধু তোমার কল্পনায়..
তোমার মিথ্যে আশা
আমার বেঁচে থাকার প্রেরণা
তোমার মিথ্যে আশা
আমার বেঁচে থাকার প্রেরণা,
তুমি দুঃখ দিও আমায়,
তবু ভুলতে বলো না
তুমি কষ্ট দিও আমায়,
তবু ভুলতে বলো না
রাত জাগা পাখী
কেন করে ডাকাডাকি
আমিও পাখী হতে চাই..
আকাশে উড়ে উড়ে
চারিদিকে ঘুরে ঘুরে
শুধু তোমায় দেখতে পাই
কেন করে ডাকাডাকি
আমিও পাখী হতে চাই..
আকাশে উড়ে উড়ে
চারিদিকে ঘুরে ঘুরে
শুধু তোমায় দেখতে পাই,
তোমায় দেখতে গেলে
আমায় বিষের তীর মেরো না..
তোমায় দেখতে গেলে
আমায় বিষের তীর মেরো না
তুমি দুঃখ দিও আমায়,
তবু ভুলতে বলো না
তুমি কষ্ট দিও আমায়,
তবু ভুলতে বলো না
আমি কেমন করে সইবো
তোমার নিরব যন্ত্রণা
আমি কেমন করে সইবো
তোমার নিরব যন্ত্রণা
তুমি দুঃখ দিও,আমায়,
তবু ভুলতে বলো না
তুমি কষ্ট দিও আমায়,
তবু ভুলতে বলো না
তুমি দুঃখ দিও আমায়,
তবু ভুলতে বলো না
তুমি কষ্ট দিও আমায়,
তবু ভুলতে বলো না।।
==যবনিকা==