menu-iconlogo
huatong
huatong
avatar

রানার (অরজিনাল ট্রাক)

লতা মঙ্গেশকরhuatong
100059367924huatong
Lời Bài Hát
Bản Ghi
সবাইকে স্বাগতম

"রানার" সুকান্ত ভট্টাচার্যের লেখা একটি কবিতা।

যেটি অপূর্ব সুরের মেলবন্ধনে সলিল চৌধুরী মিউজিক কম্পোজ করেন।

Track Arrange:Maruf Hassan (Ganer Vubon Family)

রানার ছুটেছে তাই ঝুম্‌ঝুম্ ঘন্টা বাজছে রাতে

রানার চলেছে খবরের বোঝা হাতে,

রানার!রানার চলেছে, রানার !

রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার ।

দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার! রানার-

কাজ নিয়েছে সে নতুন খবর আনার।

রানার! রানার!

Music

রানার! রানার!

জানা-অজানার

বোঝা আজ তার কাঁধে,

বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে;

রানার চলেছে, বুঝি ভোর হয় হয়,

রানার চলেছে, বুঝি ভোর হয় হয়,

আরো জোরে, আরো জোরে হে রানার দু্র্বার দুর্জয়।

তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বন,

আরো পথ, আরো পথ – বুঝি লাল হয় ও পূর্ব কোণ ।

আ আ আ আ

অবাক রাতের তারারা, আকাশে মিট্‌মিট্ করে চায়;

কেমন করে এ রানার সবেগে হরিণের মতো ধায়!

কত গ্রাম, কত পথ যায় স’রে স’রে –

শহরে রানার যাবেই পৌঁছে ভোরে;

কত গ্রাম, কত পথ যায় স’রে স’রে –

শহরে রানার যাবেই পৌঁছে ভোরে;

হাতে লন্ঠন করে ঠন্‌ঠন্, জোনাকিরা দেয় আলো

মাভৈঃ রানার ! এখনো রাতের কালো ।

এমনি ক’রেই জীবনের বহু বছরকে পিছু ফেলে,

পৃথিবীর বোঝা ক্ষুধিত রানার পৌঁছে দিয়েছে ‘মেলে’।

ক্লান্তশ্বাস ছুঁয়েছে আকাশ, মাটি ভিজে গেছে ঘামে

জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে।

অনেক দুঃখে, বহু বেদনায়, অভিমানে, আনুরাগে,

ঘরে তার প্রিয়া একা শয্যায় বিনিদ্র রাত জাগে।

রানার! রানার!

এ বোঝা টানার দিন কবে শেষ হবে?

রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে?

দিন কবে শেষ হবে?

ঘরেতে অভাব; পৃথিবীটা তাই মনে হয় কালো ধোঁয়া,

পিঠেতে টাকার বোঝা, তবু এই টাকাকে যাবে না ছোঁয়া,

Short Music

রাত নির্জন, পথে কত ভয়, তবুও রানার ছোটে,

দস্যুর ভয়, তারো চেয়ে ভয় কখন সূর্য ওঠে।

রাত নির্জন, পথে কত ভয়, তবুও রানার ছোটে,

দস্যুর ভয়, তারো চেয়ে ভয় কখন সূর্য ওঠে।

কত চিঠি লেখে লোকে –

কত সুখে, প্রেমে, আবেগে, স্মৃতিতে, কত দুঃখে ও শোকে ।

কত চিঠি লেখে লোকে –

কত সুখে, প্রেমে, আবেগে, স্মৃতিতে, কত দুঃখে ও শোকে ।

এর দুঃখের চিঠি পড়বে না জানি কেউ কোনো দিনও,

এর জীবনের দুঃখ কেবল জানবে পথের তৃণ,

এর দুঃখের কথা জানবে না কেউ শহরে ও গ্রামে,

এর কথা ঢাকা পড়ে থাকবেই কালো রাত্রির খামে।

দরদে তারার চোখ কাঁপে মিটিমিটি, –

এ-কে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি –

দরদে তারার চোখ কাঁপে মিটিমিটি, –

এ-কে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি –

রানার ! রানার ! কি হবে এ বোঝা বয়ে?

কি হবে ক্ষুধার ক্লান্তিতে ক্ষয়ে ক্ষয়ে?

রানার ! রানার ! কি হবে এ বোঝা বয়ে?

কি হবে ক্ষুধার ক্লান্তিতে ক্ষয়ে ক্ষয়ে?

রানার ! রানার ! ভোর তো হয়েছে – আকাশ হয়েছে লাল

আলোর স্পর্শে কেটে যাবে কবে এই দুঃখের কাল?

রানার! গ্রামের রানার!

সময় হয়েছে নতুন খবর আনার;

রানার!রানার!রানার!

রানার!রানার!রানার!

রানার!রানার!

ধন্যবাদান্তে মারুফ হাসান (গানের ভুবন ফ্যমিলি)

Nhiều Hơn Từ লতা মঙ্গেশকর

Xem tất cảlogo

Bạn Có Thể Thích