menu-iconlogo
huatong
huatong
khachar-vitor-ochin-pakhi-kahachar-vitor-cover-image

Kahachar Vitor খাঁচার ভিতর অচিন পাখি

লালনগীতি khachar vitor ochin pakhihuatong
resortrecordshuatong
Lời Bài Hát
Bản Ghi
খাঁচার ভেতর অচীন পাখী

কেমনে আসে যায়

হৃদয়ে বাংলাদেশ

তারে ধরতে পারলে মনো বেরী

ধরতে পারলে মনো বেরী

দিতাম পাখীর পায়..

কেমনে আসে যায়

খাঁচার ভেতর অচীন পাখী

কেমনে আসে যায়

আটকুঠোরী নয় দরজা আটা

মধ্যে মধ্যে ঝরকা কাটা

আটকুঠোরী নয় দরজা আটা

মধ্যে মধ্যে ঝরকা কাটা

তার উপরে সদর কোঠা

তার উপরে সদর কোঠা

আয়না মহল তায়

কেমনে আসে যায়

খাঁচার ভেতর অচীন পাখী

কেমনে আসে যায়

কপালের ফের নইলে কি আর

পাখীটির এমন ব্যবহার

কপালের ফের নইলে কি আর

পাখীটির এমন ব্যবহার

খাঁচা ভেংগে পাখী আমার

খাঁচা ভেংগে পাখী আমার

কোন খানে পালায়

কেমনে আসে যায়

খাঁচার ভেতর অচীন পাখী

কেমনে আসে যায়

Bạn Có Thể Thích