menu-iconlogo
huatong
huatong
avatar

আমার স্বপ্নে দেখা রাজকন্য | Amar shopne

শ্যামল মিত্র | Shamol mitrohuatong
scouch_starhuatong
Lời Bài Hát
Bản Ghi
আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে

সাত সাগর আর তের নদী পারে

আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে

সাত সাগর আর তের নদী পারে

ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা

দেখে এলেম তারে

সাত সাগরের পারে

আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে

সে এক রূপ কথার ই দেশ

ফাগুন যেথা হয় না কভু শেষ

রূপ কথার ই দেশ

ফাগুন যেথা হয় না কভু শেষ

তারার ই ফুল পাপড়ি ঝরায়

যেথায় পথের ধারে

দেখে এলেম তারে

আমার স্বপ্নে দেখা রাজকুমার থাকে

সাত সাগর আর তের নদী পারে

ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা

দেখে এলেম তারে

সাত সাগরের পারে

সেই রূপ কথারই দেশে

যে রং আমি কুড়িয়ে পেলাম প্রাণে

যে রং আমি কুড়িয়ে পেলাম প্রাণে

সুর হয়ে তাই ঝরে আমার গানে

তাই খুশির সীমা নাই

বাতাসে তার মধুর ছোঁয়া পাই

তাই খুশির সীমা নাই

বুঝি বাতাসে তার মধুর ছোঁয়া পাই

জানি না আজ হৃদয় কোথায়

হারাই বারে বারে

সাত সাগরের পারে

আমার স্বপ্নে দেখা রাজকুমার থাকে

সাত সাগর আর তের নদী পারে

ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা

দেখে এলেম তারে

সাত সাগরের পারে...

Bạn Có Thể Thích