menu-iconlogo
huatong
huatong
avatar

প্রাণ বন্ধুরে কেন এত নিষ্ঠুর হইলা

সাজ্জাদ নুরhuatong
𝑆𝑢𝑚𝑜𝑛_𝐴ℎ𝑚𝑒𝑑_𝑆𝐵𝐿huatong
Lời Bài Hát
Bản Ghi
[শিল্পী: সাজ্জাদ নুর]

[চয়েজ: সুমন আহমেদ]

প্রাণ বন্ধু'রে…

কেন এত নিষ্ঠুর হইলা…

=============

প্রাণ বন্ধু'রে…

কেন এত নিষ্ঠুর হইলা…

আমারে ছাড়িয়া গিয়া কার কুঞ্জেতে রইলা…

আমারে ছাড়িয়া গিয়া কার কুঞ্জেতে রইলা…

কেন এত নিষ্ঠুর হইলা…

প্রাণ বন্ধু'রে…

কেন এত নিষ্ঠুর হইলা…

=============

সবার জানা তোমার তরে…

কলঙ্কিনী ঘরে ঘরে গো…

সবার জানা তোমার তরে…

কলঙ্কিনী ঘরে ঘরে গো…

উদাসী করিয়া মোরে কোন দেশেতে রইলা…

ও…ও.ও.ও

উদাসী করিয়া মোরে কোন দেশেতে রইলা……

কেন এত নিষ্ঠুর হইলা…

প্রানো বন্ধু'রে…

কেন এত নিষ্ঠুর হইলা…

==============

জাতিকুল যৌবনও দিলাম…

দিয়া তোমার মন না পাইলাম গো…

জাতিকুল যৌবনও দিলাম…

দিয়া তোমার মন না পাইলাম গো…

কলঙ্কিনী কইরা আমায় রাইখা গেলে একলা…

ও.ও.…ও

কলঙ্কিনী কইরা আমায় রাইখা গেলে একলা…

কেন এত নিষ্ঠুর হইলা…

প্রাণ বন্ধু'রে…

কেন এত নিষ্ঠুর হইলা…

==============

শুইলে না নিদ্রা আসে…

চোখের জলে বুক যায় ভেসে গো…

শুইলে না নিদ্রা আসে…

চোখের জলে বুক যায় ভেসে গো…

চাঁদ মিয়া রাইখা গেলা বুকেতে দিয়া জ্বালা…

ও…ও.ও

চাঁদ মিয়া রাইখা গেলা বুকেতে দিয়া জ্বালা…

কেন এত নিষ্ঠুর হইলা…

প্রাণ বন্ধুরে…

কেন এত নিষ্ঠুর হইলা…

=============

প্রাণ বন্ধু'রে…

কেন এত নিষ্ঠুর হইলা…

আমারে ছাড়িয়া গিয়া কার কুঞ্জেতে রইলা…

আমারে ছাড়িয়া গিয়া কার কুঞ্জেতে রইলা…

কেন এত নিষ্ঠুর হইলা…

প্রাণ বন্ধু রে…

কেন এত নিষ্ঠুর হইলা…

[ধন্যবাদ সবাইকে]

Nhiều Hơn Từ সাজ্জাদ নুর

Xem tất cảlogo

Bạn Có Thể Thích