menu-iconlogo
logo

ডাক দিয়াছেন দয়াল আমারে

logo
avatar
2 Chainzlogo
🌟♻️BDPAVEL🌟♻️❤️MON❤️logo
Vào Ứng Dụng Để Hát
Lời Bài Hát
ডাক দিয়াছেন দয়াল আমারে

রইবনা আর বশী দিন তোদের মাজারে

ডাক দিয়াছেন দয়াল আমারছ

রইবনা আর বেশি দিন তোদের মাজারে

হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে

\___UPLOADED BY___/

ও অামি চলতে পথে দুদিন থামিলাম

ভালোবাসার মালা খানি গলেপরিলাম

আমি গলে পরিলাম

ও আমি চলতে পথে দুইদিন থামিলাম

ভালোবাসার মালা খানি গলে পরিলাম

আমার সাধের মালা

আমার সাধের মালা যায়রে ছিড়ে

রইবোনা আর বেশি দিন তোদের মাজারে

হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে

রইবনা আর বেশি দিন তোদের মাজারে

হায়রে ডাক দিয়াছেন দয়াল আমার

ও আমি কত জনের কত কি দিলাম

যাইবার কালে একজনারো দেখা না পাইলাম

আমি দেখা না পাইলাম

ও আমি কত জনে কত কি দিলাম

যাইবার কালে একজনারো দেখানা পাইলাম

আমার সংগের সাথী

আমার সংগের কেউ হলোনা রে

রইবনা আর বেশি দিন তোদের মাজারে

হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে

রইবনা আর বেশি দিন তোদের মাজারে

হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে

রইবনা আর বেশি দিন তোদের মাজারে

রইব না আর বেশি দিন তোদের মাজারে

রইব না আর বেশি দিন তোদের মাজারে