menu-iconlogo
huatong
huatong
Lời Bài Hát
Bản Ghi
এখন আমার হঠাৎ করে পড়লো মনে

একবার হারিয়ে গেছি তেঁতুল বনে

গোলাপি কাঠের ছুরি, চাঁদের মালা

তখনও তোমার আমার হয়নি আলাপ

তখনও তো তোমার আমার হয়নি আলাপ

তখনও তো তোমার সাথে হয়নি আলাপ

তখনও তো তোমার-আমার হয়নি আলাপ

তখনও তো তোমার সাথে হয়নি আলাপ

তখন ওই মেলাচ্ছি তাল তা-রা-লা-লা-লা

তখন ওই ছোবল খেতে দারুণ লাগে

মন আমার মন খারাপেই দারুণ মানায়

Railing-এ মুখ ঝুঁকিয়ে তারার মতো

আমিও পড়ছি খসে শুকনো ডাঙায়

তখন আমি ঠিক এতটা হইনি বুড়ো

দু'চোখে ঘুরছি নিয়ে কাঁচের গুঁড়ো

তখন ওই নতুন নতুন শিখছি "শালা"

সবাই!

আবার!

ছিল বটে একখানা ওই বাক্স টিনের

তাতে সব বোঝাই করা জহর-মানিক

এইতো সেদিন প্রথম গানের স্কুলে

তোমার ওই রংটা গায়ের থোরাই জানি

কাগজের নৌকা বানাই, নিজেই ডুবি

ভাবছি প্রথম চিঠি লিখবো কাকে

বেঁধে চোখ শব্দবাজি হাতেই ফাটাই

তুমি আর কোথায় পেলে সেই আমাকে?

তখন আমি আলোর থেকেও ছুটছি জোরে

আঁকি গোল চৌকো আঁকি এক আঁচড়ে

যখন আর পোষাচ্ছে না এ একচালা

তখনও তো তোমার আমার হয়নি আলাপ

ও আবার, তখনও তো তোমার সাথেও হয়নি আলাপ

তখনও তো তোমার আমার হয়নি আলাপ

তখনও তো তোমার সাথে হয়নি আলাপ

তখন ওই মেলাচ্ছি তাল তা-রা-লা-লা-লা

তখন আমি চোখ মারলেই ভাঙছে তালা

তখন আর পোষাচ্ছে না এ একচালা

দেখি আমি থাকছি বসে খামখেয়ালা

Bạn Có Thể Thích