menu-iconlogo
logo

Ke Jao Bhatir Desher Naiya Re

logo
Lời Bài Hát
কে যাও ভাটির দেশে নাইয়া রে ভাইটালি গান গইয়া?

কে যাও ভাটির দেশে নাইয়া রে ভাইটালি গান গইয়া?

তুমি ধীরে ধীরে বাইয়ো নৌকা, একবার চাও ফিরিয়া রে

তুমি ধীরে-ধীরে বাইয়ো নৌকা, একবার চাও ফিরিয়া রে

ভাইটালি গান গাইয়া

কে যাও ভাটির দেশে নাইয়া রে ভাইটালি গান গাইয়া?

তোমার গানের সুরে ভাটি গাঙ যায় উজান বইয়া

ভাটি গাঙ যায় উজান বইয়া

তোমার গানের সুরে ভাটি গাঙ যায় উজান বইয়া

ভাটি গাঙ যায় উজান বইয়া

নদীর কূলে এসে ঢেউ লাগিয়া

নদীর কূলে এসে ঢেউ লাগিয়া কূল গেল ভাঙিয়া রে

ভাটিয়ালি গান গাইয়া

কে যাও ভাটির দেশে নাইয়া রে ভাইটালি গান গাইয়া?

তুমি তো সুন্দর নাইয়া, সুন্দর নাইয়ের ছইয়া

রুনুঝুনু বাদ্য বাজে ছইয়ার ভিতর দিয়া রে

ছইয়ার ভিতর দিয়া

রঙিন কাঠের নৌকাখানি, রঙিন নাইয়ের জুরা

হায় রে, রঙিন নাইয়ের জুরা

রঙিন কাঠের নৌকাখানি, রঙিন নাইয়ের জুরা

হায় রে, রঙিন নাইয়ের জুরা

রঙিন পাল উড়াইয়া যাও

রঙিন পাল উড়াইয়া যাও কত সুরেরই গান গাইয়া রে

ভাটিয়ালি গান গাইয়া

কে যাও ভাটির দেশে নাইয়া রে ভাইটালি গান গাইয়া?

তুমি ধীরে ধীরে বাইয়ো নৌকা, একবার চাও ফিরিয়া রে

তুমি ধীরে ধীরে বাইয়ো নৌকা, একবার চাও ফিরিয়া রে

ভাইটালি গান গাইয়া

কে যাও ভাটির দেশে নাইয়া রে ভাইটালি গান গাইয়া?

কে যাও ভাটির দেশে নাইয়া রে ভাইটালি গান গাইয়া?

Ke Jao Bhatir Desher Naiya Re của Abdul Alim - Lời bài hát & Các bản Cover