menu-iconlogo
huatong
huatong
avatar

sorbo nasha podda nodi

Abdul Alimhuatong
samren_starhuatong
Lời Bài Hát
Bản Ghi
সর্বনাশা পদ্মা নদী

শিল্পীঃ আব্দুল আলীম

ও পদ্মা নদী রে .....

সর্বনাশা পদ্মা নদী

তোর কাছে শুধাই

বল আমারে তোর কি রে আর

কুল কিনারা নাই

কুল কিনারা নাই

ও নদীর কুল কিনারা নাই

সর্বনাশা পদ্মা নদী

তোর কাছে শুধাই

বল আমারে তোর কি রে আর

কুল কিনারা নাই

কুল কিনারা নাই

ও নদীর কুল কিনারা নাই

mukta09

পারের আশায় তাড়াতাড়ি

সকাল বেলায় ধরলাম পাড়ি

পারের আশায় তাড়াতাড়ি

সকাল বেলায় ধরলাম পাড়ি

আমার দিন যে গেল সন্ধ্যা হলো

আমার দিন যে গেল সন্ধ্যা হলো

তবু না কুল পাই

কুল কিনারা নাই

ও নদীর কুল কিনারা নাই

mukta09

পদ্মারে তোর তুফান দেইখা

পরান কাঁপে ডরে

ফেইলা আমায় মারিস না তোর

সর্বনাশা ঝড়ে

একে আমার ভাঙ্গা তরী

মাল্লা ছয়জন ছল্লা করি

একে আমার ভাঙ্গা তরী

মাল্লা ছয়জন ছল্লা করি

আমার নায়ে দিল কুড়াল মারি

আমার নায়ে দিল কুড়াল মারি

কেমনে পাড়ে যাই

কুল কিনারা নাই

ও নদীর কুল কিনারা নাই

সর্বনাশা পদ্মা নদী

তোর কাছে শুধাই

বল আমারে তোর কি রে আর

কুল কিনারা নাই

কুল কিনারা নাই

ও নদীর কুল কিনারা নাই (slow)

Thank You

Nhiều Hơn Từ Abdul Alim

Xem tất cảlogo

Bạn Có Thể Thích