menu-iconlogo
huatong
huatong
abir-biswasashim-sen-borbad-hoyechi-ami-cover-image

Borbad hoyechi ami

Abir Biswas/Ashim Senhuatong
❤️꧁𒆜丹SHÍM𒆜❤️𓊉꧂huatong
Lời Bài Hát
Bản Ghi
গুমনামী ইচ্ছের মত,

বাসালি ভালো না কত

ভালোবাসা দিচ্ছে দোহাই,

আমাকে রোজ অবিরত

গুমনামী ইচ্ছের মত,

বাসালি ভালো না কত

ভালোবাসা দিচ্ছে দোহাই,

আমাকে রোজ অবিরত

বর্বাদ হয়েছি আমি তোর অপেক্ষায়

চুরমার করে দে আরো কিছু ইশারায়

আমাকে থাকতে দে ডুবে ডাকতে দে,

তোর নাম ধরে

আমাকে রাস্তা বল কোনোও আস্তানা,

কোন বন্দরে

বলে দে, বল আমায়, বলে দে, বল আমায়।

তোকে দেখি শুনশান রাতে,

চলে আসা চিন্তা হঠাৎ এ

শান্ত অশান্ত সময়

তুই কেন থাকিস না সাথে ,,

তোকে দেখি শুনশান রাতে,

চলে আসা চিন্তা হঠাৎ এ

শান্ত অশান্ত সময়

তুই কেন থাকিস না সাথে ,,

বর্বাদ হয়েছি আমি তোর অপেক্ষায়

চুরমার করে দে আরো কিছু ইশারায়

আমাকে থাকতে দে ডুবে ডাকতে দে,

তোর নাম ধরে

আমাকে রাস্তা বল কোনোও আস্তানা,

কোন বন্দরে

বলে দে, বল আমায়, বলে দে, বল আমায়।

আমাকে নে তোর গানে,

আর মনের দুনিয়ায়

নে আমাকে অকারণে,

তোর শব্দ শুনি আয় ,,

এঁকেছি এক সূর্য দেখ,

যার উষ্ণতা দারুণ

আমাকে দে সে বারণে,

আর তোর আবছায়ায় ..

বর্বাদ হয়েছি আমি তোর অপেক্ষায়,

চুরমার করে দে আরো কিছু ইশারায়

আমাকে থাকতে দে ডুবে ডাকতে দে,

তোর নাম ধরে

আমাকে রাস্তা বল কোনোও আস্তানা,

কোন বন্দরে

বলে দে, বল আমায়, বলে দে, বল আমায়।

Nhiều Hơn Từ Abir Biswas/Ashim Sen

Xem tất cảlogo

Bạn Có Thể Thích