menu-iconlogo
huatong
huatong
avatar

Jhiri Jhiri Batas Kande

Aditi Chakrabortyhuatong
S̸𝖆𝖒𝖆𝖉🅢𝖙𝖆𝖗🌀༻𝙎𝘼𝘼𝙉huatong
Lời Bài Hát
Bản Ghi
ঝিরিঝিরি বাতাস কাঁদে

তোমায় মনে পড়ে

ঝিরিঝিরি বাতাস কাঁদে

তোমায় মনে পড়ে

এ কি ব্যথা জাগে, বড় একা লাগে

চোখে যে মেঘ করে

ঝিরিঝিরি বাতাস কাঁদে

তোমায় মনে পড়ে

লোকে বলে যে হায়

নীলা নাকি কারও সয়, কারও সয় না

লোকে বলে যে হায়

নীলা নাকি কারও সয়, কারও সয় না

তাই আমার আকাশ মেঘে ঢাকা

নীল কভু হয় না

নদী আমার সুনীল সাগর

শুধুই খুঁজে মরে

এ কি ব্যথা জাগে, বড় একা লাগে

চোখে যে মেঘ করে

ঝিরিঝিরি বাতাস কাঁদে

তোমায় মনে পড়ে

সবই জানি, হায় সবই বুঝি

মন মানে না তাই তোমায় খুঁজি

সবই জানি হায় সবই বুঝি

মন মানে না তাই তোমায় খুঁজি

হায় কপালে মোর আছেই লেখা

যা চাই তা পাই না

হায় কপালে মোর আছেই লেখা

যা চাই তা পাই না

এই দৃষ্টি থেকেও দু'চোখ পাথর

তোমার দেখা পাই না

ধু ধু মরু চাইলে কি আর

মেঘের ছায়া ঝরে

এ কি ব্যথা জাগে, বড় একা লাগে

চোখে যে মেঘ করে

ঝিরিঝিরি বাতাস কাঁদে

তোমায় মনে পড়ে

এ কি ব্যথা জাগে, বড় একা লাগে

চোখে যে মেঘ করে

ঝিরিঝিরি বাতাস কাঁদে

তোমায় মনে পড়ে

Thank You For Singing

SAMAD

Nhiều Hơn Từ Aditi Chakraborty

Xem tất cảlogo

Bạn Có Thể Thích