menu-iconlogo
logo

Ki kore Rai

logo
Lời Bài Hát

DURJODHAN RANA

ও.............

ঠোঁটের মধু তিতা মধু

তেমন মধু কই গো কই

এমন তিতা আমার বধু

সিউরে উঠি সই গো সই

আন বাড়ি যায় আমায় ফেলে

বাদল মেঘের ডাকে

একবারও সে ভাবে না গো

রাই কি কোরে থা.....কে

কি করে রাই কি করে রাই

কি করে রাই কি করে

এই বুঝি যায় পিরিত ছুটে

সেই ভয়েতে যায় মরে

কি করে রাই কি করে রাই

কি করে রাই কি করে

এই বুঝি যায় পিরিত ছুটে

সেই ভয়েতে যায় মরে.......

Music

ও.............

রুনুক ঝুনুক নুপুর পায়ে

চন্দ্রাবলী ওই চলে

ও বিশাখা ও ললিতা

ওই নুপুরে কি বলে

কাজল আঁখি বড়ই বেশি

কাঁপছে যে তা দেখছি আজ

কেন রায়ের মনেতে মেঘ

পরান কোনে ডাকছে বাজ

নীলাজ কালা এমন জ্বালা

কে কারে দেয় বল মোরে

নীলাজ কালা এমন জ্বালা,

কে কারে দেয় বল মোরে

কি করে রাই কি করে রাই

কি করে রাই কি করে

এই বুঝি যায় পিরিত ছুটে

সেই ভয়েতে যায় মোরে

কি করে রাই কি করে রাই

কি করে রাই কি করে

এই বুঝি যায় পিরিত ছুটে

সেই ভয়েতে যায় মোরে...

Durjodhan Rana

যাও না বলো রাইকে গিয়ে

ভাবনা যেন না করে

কে আছে আর সমান তাহার

শ্যাম পিয়ারি ব্রজেরে

গোপিনীদের শতদলের

বিধিলেখা টাকা নাই

টের পাবে ঠিক রাইকমলের

হায় তুলনা নাইরে নাই

সব শায়রে ফুল ফোটে গো

চাঁদ উঠে রাই শায়রে

সব শায়রে ফুল ফোটে গো

চাঁদ উঠে রাই শায়রে

কি করে রাই কি করে রাই

কি করে রাই কি করে

এই বুঝি যায় পিরিত ছুটে

সেই ভয়েতে যায় মরে

কি করে রাই কি করে রাই

কি করে রাই কি করে

এই বুঝি যায় পিরিত ছুটে

সেই ভয়েতে যায় মরে

কি করে রাই কি করে

এই বুঝি যায় পিরিত ছুটে

সেই ভয়েতে যায় মরে ।

ধন্যবাদ

Ki kore Rai của Aditi Chakraborty - Lời bài hát & Các bản Cover