menu-iconlogo
huatong
huatong
avatar

SRIKRISHNO KIRTON

Aditi Munshihuatong
꧁𝐒𝐮𝐛𝐡𝐚𝐝𝐢𝐩_𝐬𝐭𝐤🔊huatong
Lời Bài Hát
Bản Ghi
হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম

রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীদাম।

হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম

রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীদাম।

যশোদা জননী বলে যাদুবাছা..ধন,

যশোদা জননী বলে যাদুবাছা..ধন

অষ্টোতর শত নাম নিলো নারায়ন।

অষ্টোতর শত নাম নিলো নারায়ন।

হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম

রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীদাম।

নন্দের নন্দন নাম রাখিল শ্রীনন্দ,

নন্দের নন্দন নাম রাখিল শ্রীনন্দ

বৃন্দাদূতী দিল নাম বৃন্দাবন চন্দ্র।

নন্দের নন্দন নাম রাখিল শ্রীনন্দ

বৃন্দাদূতী দিল নাম বৃন্দাবন চন্দ্র।

দয়া নিধি নাম রাখে দরিদ্র সকল,

দয়া নিধি নাম রাখে দরিদ্র সকল,

অষ্টোতর শত নাম নিলো নারায়ন।

হরেকৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম

রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীদাম।

নাম ভজ নাম চিন্ত নাম কর সার

অনন্ত কৃষ্ণের নাম মহিমা অপার।

নাম ভজ নাম চিন্ত নাম কর সার

অনন্ত কৃষ্ণের নাম মহিমা অপার।

যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি

যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি

নামের সহিত আছেন আপন শ্রীহরি

নামের সহিত আছেন আপন শ্রীহরি।

শোনো শোনো ওরে ভাই নাম সংকীর্তন

হরিনাম শ্রবণে হয় পাপ বিমোচন,

কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর...

যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর।

হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে

হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে।

হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে

হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে।

হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে

হরে রাম, হরে রাম, রাম..রাম..হরে...হরে....।

Nhiều Hơn Từ Aditi Munshi

Xem tất cảlogo

Bạn Có Thể Thích