গানঃ কারে দেখাবো মনের দুঃখ গো
শিল্পীঃ শওকত আলী ইমন
**আপলোড বাই আল-আমিন**
কারে দেখাবো মনের দুঃখ গো
আমি বুক চিরিয়া,
অন্তরে তুষেরই অনল
জ্বলে গইয়া গইয়া।
কারে দেখাবো মনের দুঃখ গো
আমি বুক চিরিয়া,
অন্তরে তুষেরই অনল
জ্বলে গইয়া গইয়া।
**আপলোড বাই আল-আমিন**
ঘর বাঁন্ধিবো সখীর সনে
কত আশা ছিলো মনে গো,
ঘর বাঁন্ধিবো সখীর সনে
কত আশা ছিলো মনে গো,
ভাঙ্গিল আদরের জোড়া
ভাঙ্গিল আদরের জোড়া
কি যে গেলো হইয়া
জ্বলে রইয়া রইয়া।
কারে দেখাবো মনের দুঃখ গো
আমি বুক চিরিয়া,
অন্তরে তুষেরই অনল
জ্বলে গইয়া গইয়া।
**আপলোড বাই আল-আমিন**
কথা ছিল সঙ্গে নিব
সঙ্গে আমায় নাহি নিল গো,
কথা ছিল সঙ্গে নিব
সঙ্গে আমায় নাহি নিল গো,
আমারে একেলা থুইয়া
আমারে একেলা থুইয়া
রইলা কোথায় গিয়া
জ্বলে রইয়া রইয়া।
কারে দেখাবো মনের দুঃখ গো
আমি বুক চিরিয়া
অন্তরে তুষেরই অনল
জ্বলে গইয়া গইয়া।
কারে দেখাবো মনের দুঃখ গো
আমি বুক চিরিয়া
অন্তরে তুষেরই অনল
জ্বলে গইয়া গইয়া।
অন্তরে তুষেরই অনল
জ্বলে গইয়া গইয়া।
অন্তরে তুষেরই অনল
জ্বলে গইয়া গইয়া।
**ধন্যবাদ**