ভালবেসে তুমি আমি এসো বাধি ঘর
ভালবেসে তুমি আমি এসো বাধি ঘর
মরেনা ভালবাসা,বেচে থাকে বুকের ভিতর
ও মরেনা ভালবাসা,মরে না
ভালবাসা,বেচে থাকে বুকের ভিতর,
ভালবেসে তুমি আমি এসো বাধি ঘর
মরেনা ভালবাসা বেচে থাকে বুকের ভিতর
সূর্যের রঙ মেখে,আসে রাঙা ভোর,
তোমাকে যতই দেখি কাটে না তো ঘোর
ও,,সূর্যের রঙ মেখে,আসে রাঙা ভোর,
তোমাকে যতই দেখি কাটে না তো ঘোর
তোমাকে কাছে পেলে,তোমাকে কাছে পেলে
এই প্রেম হবে যে অমর,
ভালবেসে তুমি আমি এসো বাধি ঘর
মরেনা ভালবাসা,বেচে থাকে বুকের ভিতর
নদীর বুকে থাকে,জলের ধাড়া,,
আমার তো কেউ নেই,তোমাকে ছাড়া
নদীর বুকে থাকে,জলের ধাড়া,,
আমার তো কেউ নেই,তোমাকে ছাড়া
তোমাকে কাছে পেলে,তোমাকে কাছে পেলে
এই প্রেম হবে যে অমর
ভালবেসে তুমি আমি এসো বাধি ঘর
মরে না ভালবাসা,বেচে থাকে বুকের ভিতর ,,
ভালবেসে তুমি আমি এসো বাধি ঘর
মরে না ভালবাসা,বেচে থাকে বুকের ভিতর
মরে না ভালবাসা,মরে না
ভালবাসা বেচে থাকে বুকের ভিতর
ভালবেসে তুমি আমি এসো বাধি ঘর
মরে না ভালবাসা,বেচে থাকে বুকের ভিতর