menu-iconlogo
logo

Shobari Mone Achhe

logo
avatar
Andrew Kishore/Kanak Chapalogo
✯͜͡Mozibur✯͜͡♻️🅑🅢🅐♻️logo
Vào Ứng Dụng Để Hát
Lời Bài Hát
মেয়েঃ সবারই মনে আছে একটি আশা

প্রিয় জনের সাথে জীবনে বাধবে বাসা

ছেলেঃ সবারই মনে আছে একটি আশা

প্রিয় জনের সাথে জীবনে বাধবে বাসা

ছেলেঃ কিছু কিছু চোখ আছে স্বপ্ন দেখে

কিছু কিছু মন আছে ভালবাসে

মেয়েঃ কিছু কিছু চোখ আছে স্বপ্ন দেখে

কিছু কিছু মন আছে ভালবাসে

ছেলেঃ ভালবাসা দিতে চাই ভালবাসা নিতে চাই

এছাড়া নাই চাওয়া নাই

নাও খুজে নাও-নাও বুজে নাও

চোখেরই ভাষা...

মেয়েঃ সবারই মনে আছে একটি আশা

প্রিয় জনের সাথে জীবনে বাধবে বাসা

মেয়েঃ কারো কারো সুখ লাগে দুঃখ পেয়ে

কারো কারো রাত কাটে জেগে জেগে

ছেলেঃ কারো কারো সুখ লাগে দুঃখ পেয়ে

কারো কারো রাত কাটে জেগে জেগে

মেয়েঃ কাছে এলে কথা হয় দুরে গেলে ব্যাথা হয়

এভাবেই প্রেম বুজি হয়

দিন যত যায়-যায় বেড়ে যায়

প্রেমেরও নেশা...

ছেলেঃ সবারই মনে আছে একটি আশা

প্রিয় জনের সাথে জীবনে বাধবে বাসা

মেয়েঃ সবারই মনে আছে একটি আশা

প্রিয় জনের সাথে জীবনে বাধবে বাসা