menu-iconlogo
huatong
huatong
avatar

Tomay Chara

Andrew Kishore/Sabina Yasminhuatong
mrerichwolfehuatong
Lời Bài Hát
Bản Ghi
গানঃ তোমায় ছাড়া আমার

শিল্পিঃ এন্ড্রু কিশোর কনক চাঁপা

প্রাণ কারা সুরে বাঁশী

আর বাজাইও না

ঘরে রইতে পারি না বন্ধু

সইতে পারি না

পাগল করা সুরে বাঁশী বাজাইও না

তুমি জাদুমাখা সুরে বাঁশী বাজাইও না

তোমায় ছাড়া আমার বাঁশীর

সুর উঠে না

বাঁশী কথা কয় না

কিছুই ভালো লাগে না

এক মুহূর্ত না দেখিলে প্রাণে মানে না

বন্ধু, পিরিতেরি কথা কইমু দেরি সহে না

ও বন্ধু রে...............

ও বন্ধুরে তুমি কতই জাদু জানো

জাদুর বাঁশীর সুরে ঘরের বাহির কইরা আনো

ও বন্ধুরে তুমি,কতই জাদু জানো

জাদুর বাঁশীর সুরে ঘরের বাহির কইরা আনো

কৃষ্ণ প্রেমে যেমন রাধা

কৃষ্ণ প্রেমে যেমন রাধা

হয় যে দিওয়ানা

পাগল করা সুরে বাঁশী বাজাইও না

তুমি জাদুমাখা সুরে বাঁশী বাজাইও না

তোমায় ছাড়া আমার বাঁশীর

সুর উঠে না

বাঁশী কথা কয় না

কিছুই ভালো লাগে না

এক মুহূর্ত না দেখিলে প্রাণে মানে না

ও সখি গো...............

ও সখি গো তুমি আমার ভালোবাসা

তোমায় নিয়া ঘর বান্ধিমু

মনে বড় আশা

ও সখি গো তুমি আমার ভালোবাসা

তোমায় নিয়া ঘর বান্ধিমু

মনে বড় আশা

তুমি আমার পরাণ বন্ধু

তুমি আমার পরাণ বন্ধু আমিযে দিওয়ানা

এক মুহূর্ত না দেখিলে প্রাণে মানে না

বন্ধু, পিরিতেরি কথা কইমু দেরি সহে না

প্রাণ কারা সুরে বাঁশী

আর বাজাইও না

ঘরে রইতে পারি না বন্ধু

সইতে পারি না

পাগল করা সুরে বাঁশী বাজাইও না

তুমি জাদুমাখা সুরে বাঁশী বাজাইও না

তোমায় ছাড়া আমার বাঁশীর

সুর উঠে না

বাঁশী কথা কয় না

কিছুই ভালো লাগে না

এক মুহূর্ত না দেখিলে প্রাণে মানে না

বন্ধু, পিরিতেরি কথা কইমু দেরি সহে না

পাগল করা সুরে বাঁশী বাজাইও না

তোমায় এক মুহূর্ত না দেখিলে প্রাণে মানেনা

Nhiều Hơn Từ Andrew Kishore/Sabina Yasmin

Xem tất cảlogo

Bạn Có Thể Thích