menu-iconlogo
logo

প্রেমহীন এ জীবন premhin e jibon Bangla

logo
Lời Bài Hát
ছেলেঃ প্রেমহীন এ জীবন

মৃত্যুর চেয়েও আরো যন্ত্রনাময়

আমার মরণ হলেই ভাল হয়

আমার মরণ হলেই ভাল হয়

প্রেমহীন এ জীবন

মৃত্যুর চেয়েও আরো যন্ত্রনাময়

আমার মরণ হলেই ভাল হয়

আমার মরণ হলেই ভাল হয়

ছেলেঃ শ্রাবণের বারিধারা ঝরে গো যেমন

ঝরালে আমার দুটি নয়ন তেমন

।।।।।।।।।।।।G S G।।।।।।।।।।।।

শ্রাবণের বারিধারা ঝরে গো যেমন

ঝরালে আমার দুটি নয়ন তেমন

দাওনি আমায় প্রেম

দিয়েছো প্রেমের নামে মৃত্যুর ভয়

আমার মরণ হলেই ভাল হয়

আমার মরণ হলেই ভাল হয়

প্রেমহীন এ জীবন

মৃত্যুর চেয়েও আরো যন্ত্রনাময়

আমার মরণ হলেই ভাল হয়

আমার মরণ হলেই ভাল হয়

মেয়েঃ ভাঙ্গনের খেলা তুমি খেলেছো এমন

খরস্রোতা নদী তীর ভাঙ্গে গো যেমন

ভাঙ্গনের খেলা তুমি খেলেছো এমন

খরস্রোতা নদী তীর ভাঙ্গে গো যেমন

কেন যে কাদাতে মন

তোমারি সাথে হলো এই পরিচয়

আমার মরণ হলেই ভাল হয়

আমার মরণ হলেই ভাল হয়

প্রেমহীন এ জীবন

মৃত্যুর চেয়েও আরো যন্ত্রনাময়

আমার মরণ হলেই ভাল হয়

আমার মরণ হলেই ভাল হয়

প্রেমহীন এ জীবন

মৃত্যুর চেয়েও আরো যন্ত্রনাময়

আমার মরণ হলেই ভাল হয়

আমার মরণ হলেই ভাল হয়

ধন্যবাদ সবাইকে