menu-iconlogo
huatong
huatong
avatar

আজও তোমায় ভালোবাসি

Andrew Kishorehuatong
mikeugene63huatong
Lời Bài Hát
Bản Ghi
আরো গান পেতে আমাকে ফলো করেন

আজ ও তোমায় ভালোবাসি

কাল ও তোমায় ভালোবাসি

মরণ যদি হয়, তবু কিছু নয়

পরকালে তোমারি বুকে যেন আসি

আজ ও তোমায় ভালোবাসি

কাল ও তোমায় ভালোবাসি

মরণ যদি হয় ,তবু কিছু নয়

পরকালে তোমারি বুকে যেন আসি

আজও তোমায় ভালোবাসি

কাল ও তোমায় ভালোবাসি

আপনাদের মাঝে আরো গান নিয়ে আসবো

আমার এ জীবনটা তোমায় দিতে

এসেছি আমি এই পৃথিবীতে

নয়নেরি আলো এ মনো প্রাণ

আমার এ জীবনটা তোমায় দিতে

এসেছি আমি এই পৃথিবীতে

নয়নেরি আলো এ মনো প্রাণ

তোমার নামে পারো লিখে নিতে

প্রাণের কথা কও আপন আরো হও

বুঝে নাও তোমাকে কত ভালবাসি

আজ ও তোমায় ভালোবাসি

কাল ও তোমায় ভালোবাসি

মরণ যদি হয় তবু কিছু নয়

পরকালে তোমারি বুকে যেন আসি

আজও তোমায় ভালোবাসি

কাল ও তোমায় ভালোবাসি

গান শেষে অবশ্যই একটা লাইক দিবেন

কখনো আমাকে ভুলো নাকো

নিঃশ্বাসে বিশ্বাসে পাশে থাকো

অনন্তকালের ই তুমি আমার

এ কথা শেষ কথা জেনে রাখ

কখনো আমাকে ভুলো নাকো

নিঃশ্বাসে বিশ্বাসে পাশে থাকো

অনন্তকালের ই তুমি আমার

এ কথা শেষ কথা জেনে রাখ

প্রাণের কথা কও, আপন আরো হও

বুঝে নাও তোমাকে কত ভালবাসি

আজ ও তোমায় ভালোবাসি

কাল ও তোমায় ভালোবাসি

মরণ যদি হয় তবু কিছু নয়

পরকালে তোমারি বুকে যেন আসি

আজও তোমায় ভালোবাসি

কাল ও তোমায় ভালোবাসি

মরণ যদি হয় তবু কিছু নয়

পরকালে তোমারি বুকে যেন আসি

আজ ও তোমায় ভালোবাসি

ও কাল ও তোমায় ভালবাসি

ধন্যবাদ

Nhiều Hơn Từ Andrew Kishore

Xem tất cảlogo

Bạn Có Thể Thích