ভালবেসে গেলাম শুধু
ভালবাসা পেলাম না
আশায় আশায় দিন যে গেল
আশা পূরণ হলো না
ভালবেসে গেলাম শুধু
ভালবাসা পেলাম না
আশায় আশায় দিন যে গেল
আশা পূরণ হলো না।
Arranged by Shydur Rahman
কারও আশার তরী হায় রে
পায় খুঁজে কিনারা
নিরাশারি আঁধার আমার
করে শুধু ইশারা
কারও আশার মালা খানি
কণ্ঠে তে শোভা পায়
আমার আশার ফুল গুলো সব
ঝরে ঝরে পরে যায়
কেন জানিনা আমি কেন জানিনা
ভালবেসে গেলাম শুধু
ভালবাসা পেলাম না
আশায় আশায় দিন যে গেল
আশা পূরণ হলো না।
Arranged by Shydur Rahman
চোখের কাছে সুখের পাখি
খাঁচায় ধরা দিলোনা
এতো কথা বুঝে পাখি
মনের কথা বুঝলনা
আপন করে ভাবলাম যারে
সেত দূরে সরে রয়
সেইনা ব্যথার বিষে হৃদয়
তিলে তিলে হয়রে ক্ষয়
এতো দিনে বুঝলাম আমি
কেউ কারও নয়
ভালবেসে গেলাম শুধু
ভালবাসা পেলাম না
আশায় আশায় দিন যে গেল
আশা পূরণ হলো না
ভালবেসে গেলাম শুধু
ভালবাসা পেলাম না
আশায় আশায় দিন যে গেল
আশা পূরণ হলো না
ভালবেসে গেলাম শুধু ।
Arranged by Shydur Rahman