menu-iconlogo
huatong
huatong
avatar

Moner Guptochar

Anindya Chattopadhyayhuatong
nitzcehuatong
Lời Bài Hát
Bản Ghi
আমার সাথে তোমার কথা নেই জানি

তবু তোমার সাথে আমার কথা আছে

তোমার পাশে আমার ছায়া নেই জানি

তবু আমার ছায়া তোমার ধারে-কাছে

আমার প্রতি তোমার টান নেই জানি

তাই আমার ঘরে তোমার টানাটানি

তোমার দেশে আমার ভিসা নেই জানি

তাই দেখা হলে চূড়ান্ত সাবধানী

জুটে গেছি সব কি অসম্ভব এই এখানে

মুখের রেখা যায় না বোঝা expression-এ

হয়েছে যা হোক, গরম চা হোক next station-এ

জানি না কি ঘটবে যে এর পর

কোথায় যে কার ঘর, এ ম্যাজিক শহর

কে আপন কে পর, জানে মনের গুপ্তচর

কোথায় যে কার ঘর, এ ম্যাজিক শহর

কে আপন কে পর, জানে মনের গুপ্তচর

তোমার ট্রেনে আমার টিকেট নেই জানি

তাই আমার জন্য বরাদ্দ RAC

আমার চোখে তোমার ছবি হারাই আমি

তাই কপিকলে প্রচন্ড piracy

পিছিয়ে পড়লে হাতটা ধরতে পা চালিও

বেবাক দর্শক মারছে সিটি, হাততালিও

দূর্ঘটনা নিতান্তই কাকতালীয়

জানি না কি কপালে এরপর

কোথায় যে কার ঘর, এ ম্যাজিক শহর

কে আপন কে পর, জানে মনের গুপ্তচর

কোথায় যে কার ঘর, এ ম্যাজিক শহর

কে আপন কে পর, জানে মনের গুপ্তচর

গান, হাসি, আড্ডার এই কামরা

শনপাপড়ি, চা আর মিষ্টি পান

মন টানলে এখনও হয় tension

আর chain টানলে অবাক ইস্টিশান

পিছিয়ে পড়লে হাতটা ধরতে পা চালিও

বেবাক দর্শক মারছে সিটি, হাততালিও

দূর্ঘটনা নিতান্তই কাকতালীয়

জানি না কি কপালে যে এরপর

কোথায় যে কার ঘর, এ ম্যাজিক শহর

কে আপন কে পর, জানে মনের গুপ্তচর

কোথায় যে কার ঘর, এ ম্যাজিক শহর

কে আপন কে পর, জানে মনের গুপ্তচর

Nhiều Hơn Từ Anindya Chattopadhyay

Xem tất cảlogo

Bạn Có Thể Thích