menu-iconlogo
huatong
huatong
avatar

Bela Bose / 2441139

Anjan Dutthuatong
╬⃟🎸L͟ɪM̶ᴏN͟╬⃟🦅𝗕⭕𝗣╬⃟⚡huatong
Lời Bài Hát
Bản Ghi
Uploaded By "Limon Chowdhury"

Birds Of Paradise ╬⃟ B⭕P╬⃟⚡

চাকরীটা আমি পেয়ে গেছি বেলা শুনছো

এখন আর কেউ আটকাতে পারবেনা

সম্বন্ধটা এই বার তুমি ভেস্তে দিতে পারো

মাকে বলে দাও বিয়ে তুমি করছো না

চাকরীটা আমি পেয়ে গেছি বেলা শুনছো

এখন আর কেউ আটকাতে পারবেনা

সম্বন্ধটা এই বার তুমি ভেস্তে দিতে পারো

মাকে বলে দাও বিয়ে তুমি করছো না

চাকরীটা আমি পেয়ে গেছি বেলা সত্যি

আর মাত্র কয়েকটা মাস ব্যাস

ষ্টার্টিং এই ওরা ১১ শো দেবে ৩ মাস পরে কনফার্ম

চুপ করে কেনো বেলা কিছু বলছোনা

এটা কি 2441139

বেলাবোস তুমি পারছো কি শুনতে

১২-১২ বার রং নাম্বার পেড়িয়ে তোমাকে পেয়েছি

দেবো না কিছুতেই আর হারাতে

হ্যালো 2441139

দিন না ডেকে বেলাকে একটিবার

মিটারে যাচ্ছে বেড়ে পাবলিক টেলিফোনের

জরুরি খুব জরুরি দরকার

স্বপ্ন এবার হয়ে যাবে বেলা সত্যি

এতোদিন ধরে এতো অপেক্ষার

রাস্তার কতো সস্তা হোটেলে

বদ্ধ কেবিনে বন্দী দুজনে

রুদ্ধশ্বাস কত প্রতীক্ষা

স্বপ্ন এবার হয়ে যাবে বেলা সত্যি

এতোদিন ধরে এতো অপেক্ষার

রাস্তার কতো সস্তা হোটেলে

বদ্ধ কেবিনে বন্দী দুজনে

রুদ্ধশ্বাস কত প্রতীক্ষা

আর কিছু দিন তারপর বেলা মুক্তি

কসবার ঐ নীল দেয়ালের ঘর

সাদা-কালো এই জঞ্জালে ভরা

মিথ্যে কথার শহরে

তোমার আমার লাল-নীল সংসার

এটা কি 2441139

বেলা বোস তুমি পারছো কি শুনতে

১০-১২ বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি

দেবো না কিছুতেই আর হারাতে

হ্যালো 2441139

দিন না ডেকে বেলাকে একটিবার

মিটারে যাচ্ছে বেড়ে পাবলিক টেলিফোনের

জরুরি খুব জরুরি দরকার

Uploaded By "Limon Chowdhury"

Birds Of Paradise ╬⃟ B⭕P╬⃟⚡

চুপ করে কেন একি বেলা তুমি কাঁদছো

চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি

কান্নাকাটির হল্লাহাটির সময় গেছে পেরিয়ে

হ্যালো তুমি শুনতে পাচ্ছো কি

চুপ করে কেন একি বেলা তুমি কাঁদছো

চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি

কান্নাকাটির হল্লাহাটির সময় গেছে পেরিয়ে

হ্যালো তুমি শুনতে পাচ্ছো কি

এটা কি 2441139

বেলা বোস তুমি পারছো কি শুনতে

১০-১২ বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি

দেবো না কিছুতেই আর হারাতে

হ্যালো 2441139

দিন না ডেকে বেলাকে একটিবার

মিটারে যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনের

জরুরি খুব জরুরি দরকার

হ্যালো 2441139

...........2441139

ধুর ছাই 2441139

হ্যালো 2441139

হ্যালো 2441139

...........2441139

Uploaded By "Limon Chowdhury"

Birds Of Paradise ╬⃟ B⭕P╬⃟⚡

Nhiều Hơn Từ Anjan Dutt

Xem tất cảlogo

Bạn Có Thể Thích