menu-iconlogo
huatong
huatong
avatar

KanchanJongha(কাঞ্চনজংঘা)

Anjan Dutthuatong
ヅ🅺🅰🆃🅷🅰🅺u200c_🅹🅴🆆🅴🅻huatong
Lời Bài Hát
Bản Ghi
এই গানটি আপলোড করেছে গুণগুণ

একটু ভালো করে বাঁচবো বলে আর একটু বেশী রোজগার

ছাড়লাম ঘর আমি ছাড়লাম ভালোবাসা আমার নীলচে পাহাড়

পারলো না কিছুতেই তোমার কলকাতা আমাকে ভুলিয়ে দিতে

পাহাড়ি রাস্তার ধারে বস্তির আমার কাঞ্চনকে

কাঞ্চন জানা কাঞ্চন ঘর

কাঞ্চনজংঘা কাঞ্চন মন

তো পাইলে সোনা অনু লইয়ো

মউল্লা হাঙচুকাঞ্চন

এই গানটি আপলোড করেছে গুণগুণ

সোনার খোঁজে কেউ কতদুর দেশে যায় আমি কলকাতায়

সোনার স্বপ্ন খুঁজে ফিরি একা একা তোমাদের ধর্মতলায়

রাত্রির নেমে এলে তিনশো বছরের সিমেন্টের জঙ্গলে

ফিরে চলে যাই সেই পাহাড়ি বস্তির কাঞ্চনের কোলে

জং ধরা রঙ চটা পার্কের বেঞ্চিটা আমার বিছানা

কখন যে তুলে নিয়ে গিয়েছিলো আমাকে তোমাদের থানা

তিন মাস জেল খেটে এখন আমি সেই থানার দারোয়ান

পারবো না ফিরে পেতে হয়তো কোনদিন আমার সেই কাঞ্চন

কাঞ্চন জানা কাঞ্চন ঘর

কাঞ্চনজংঘা কাঞ্চন মন

তো পাইলে সোনা অনু লইয়ো

মউল্লা হাঙচুকাঞ্চন

বেড়াতে যদি তুমি যাও কোনদিন আমার ক্যালিংপঙ

জেনে রেখো শংকর হোটেলের ভাড়া টুরিস্ট লজের থেকে কম

রাত্রির নেমে এলে আসবে তোমার ঘরে চুল্লিটা জ্বালিয়ে দিতে

আর কেউ নয় সে যে আমার ফেলে আসা নীলচে পাহাড়ি মেয়ে

বলো না তাকে আমি দারোয়ান শুধু বলো করছি ভালোই রোজগার

ঐ বস্তির ড্রাইভার চিগমির সাথে যেন বেঁধে না ফেলে সংসার

আর কিছু টাকা আমি জমাতে পারলে যাবো যাবো ফিরে

পাহাড়ি রাস্তার ধারের বস্তির আমার নিজের ঘরে

আর যদি দেখ তার কপালে সিঁদুর বলো না কিছু তাকে আর

শুধু এই সত্তর টাকা তুমি যদি পারো গুজে দিও হাতে তার

ট্রেনের টিকিটের ভাড়াটা সে দিয়েছিলো কানের মাকড়ী বেঁচে

ভালোবাসার সেই দাম তুমি দিয়ে দিও আমার কাঞ্চনকে

কাঞ্চন জানা কাঞ্চন ঘর

কাঞ্চনজংঘা কাঞ্চন মন

তুমি যাকে বলো সোনা

আমি তাকে বলি কাঞ্চন

কাঞ্চন জানা কাঞ্চন ঘর

কাঞ্চনজংঘা কাঞ্চন মন

তো পাইলে সোনা অনু লইয়ো

মউল্লা হাঙচুকাঞ্চন

Nhiều Hơn Từ Anjan Dutt

Xem tất cảlogo

Bạn Có Thể Thích