menu-iconlogo
huatong
huatong
avatar

Tumi Na Thakle Sokaltaতুমি না থাকলে সকালটা

Anjan Dutthuatong
Rownok_Rony🎶BD💜AMB🇧🇩huatong
Lời Bài Hát
Bản Ghi
তুমি না থাকলে সকালটা এতো মিষ্টি হতো না

তুমি না থাকলে মেঘ করে যেত বৃষ্টি হতো না

তুমি না থাকলে সকালটা এতো মিষ্টি হতো না

তুমি না থাকলে মেঘ করে যেত বৃষ্টি হতো না

তুমি না থাকলে মন কষাকষি, করে হাসাহাসি নাক ঘষাঘষি

রাপা রাপপাপপা রাম পাম পা।

সংগ্রহ Rownok Rony 114053

তুমি না থাকলে চাঁদটার গায়ে পড়ে যেত মরচে

তুমি না থাকলে কিপটে লোকটা হতো না যে খরচে

তুমি না থাকলে স্বপ্নের রং হয়ে যেত খয়েরী

বনবন করে দুনিয়াটা এই পারতো না ঘুরতে

তুমি না থাকলে রবীন্দ্রনাথ কালির দোয়াত মাথায় ঠুকে হতো কুপোকাত

রাপা রাপপাপপা রাম পাম পা।

সংগ্রহ Rownok Rony 114053

তুমি না থাকলে সুমন কেলেঙ্কারী করতো কত

গীটার ফেলে গুয়েতেমালায় নামতা শেখাতে হতো

পাশের বাড়ির মেয়েটা পাশের পাড়ার ছেলের সাথে

তুমি না থাকলে এইভাবে কি বাড়িটা ছেড়ে পালাতো

তুমি না থাকলে তাজমহলটা বানানোই হতো না

লাঠালাঠি এই কাটাকাটি কিছু থামানোই যেত না

তুমি না থাকলে মোনালিসা কবে হয়ে যেত গম্ভীর

তুমি না থাকলে তোমার চিঠি জমানোই হতো না

তুমি না থাকলে রোমিও কবে

হোমিওপ্যাথির দোকান খুলে জমিয়ে দিতো

রাপা রাপপাপপা রাম পাম পা।

সংগ্রহ Rownok Rony 114053

Nhiều Hơn Từ Anjan Dutt

Xem tất cảlogo

Bạn Có Thể Thích