menu-iconlogo
huatong
huatong
avatar

কষ্ট দিলে সইনা যত

Ankur mahamudhuatong
nottaway18huatong
Lời Bài Hát
Bản Ghi
গানটি কেউ কপি বা রি আপলোয়েড দিবেন না

কষ্ট দিলে সয়না এতো,

কাঁদাইলি মনের মতো

কষ্ট দিলে সয়না এতো,

কাঁদাইলি মনের মতো

ভালোবেসে জড়াইয়া

না ধরলে গলে,

বলনা কি ভুলে

আমারে কান্দাইলে ?

বলনা কি ভুলে

আমারে কান্দাইলে ?

নতুন নতুন গান পেতে আমার সংবুক দেখুন

সুখেতে ছিলাম সুখী

ওরে নিষ্ঠুর ও বেঈমান,

তোর সাথে পিরীতি করে

গেলো জাতি কূলমান।

সুখেতে ছিলাম সুখী

ওরে নিষ্ঠুর ও বেঈমান,

তোর সাথে পিরীতি করে

গেলো জাতি কূলমান।

ভিতরে হইলো যে ফাঁকা,

একবারও তুই দেখলি না তো

ভিতরে হইলো যে ফাঁকা,

একবারও তুই দেখলি না তো

তোর মায়ায় আজও কান্দি আমি নিরলে।

বলনা কি ভুলে

আমারে কাঁদাইলে ?

বলনা কি ভুলে

আমারে কাঁদাইলে ?

ভিআইপি এর জন্য ইনবক্সে এ যোগাযোগ করে

না শুনে শাসন বারণ

হলো আমার যে ক্ষতি,

দেখলে যে হাসে লোকে

বলে আমায় অসতী।

না শুনে শাসন বারণ

হলো আমার যে ক্ষতি,

দেখলে যে হাসে লোকে

বলে আমায় অসতী।

দেহে আমার চিতার অনল

এই কি রে তোর পিরীতের ফল,

দেহে আমার চিতার অনল

এই কি রে তোর পিরীতের ফল,

এই সাজা দিবে বলে

মন নিয়াছিলে?

বলনা কি ভুলে

আমারে কাঁদাইলে ?

বলনা কি ভুলে

আমারে কাঁদাইলে ?

আপনাদের ভালোলাগা আমার সার্থকতা

লাইক কমেন্ট করে পাশে থাকবেন

তোর কারণে এই হাল আমার

মোরতাছি ধুকে ধুকে,

কাঁদিলে না ভিজে আঁখি

জল বলতে কি নাই চোখে।

তোর কারণে এই হাল আমার

মোরতাছি ধুকে ধুকে,

কাঁদিলে না ভিজে আঁখি

জল বলতে কি নাই চোখে।

মসিউরের এমন মরণ

দেখতে নিষ্ঠুর সুজন,

মসিউরের এমন মরণ

দেখতে নিষ্ঠুর সুজন,

পিরিতেরও ফাঁদে আমায় বাঁধিয়াছিলে।

বলনা কি ভুলে

আমারে কাদাইলে ?

বলনা কি ভুলে

আমারে কাদাইলে ?

কষ্ট দিলে সয়না এতো,

কাদাইলি মনের মতো

কষ্ট দিলে সয়না এতো,

কাদাইলি মনের মতো

ভালোবেসে জড়াইয়া

না ধরলে গলে,

বলনা কি ভুলে

আমারে কান্দাইলে ?

বলনা কি ভুলে

আমারে কান্দাইলে ?

বলনা কি ভুলে

আমারে কান্দাইলে ?

ধন্যবাদ সবাইকে

Nhiều Hơn Từ Ankur mahamud

Xem tất cảlogo

Bạn Có Thể Thích