menu-iconlogo
huatong
huatong
avatar

Swapno Bonar Somoy Ekhon (From "Fatafati") - Female Vocals

Anweshaa/Chamok Hasanhuatong
rmif_starhuatong
Lời Bài Hát
Bản Ghi
স্বপ্ন বোনার সময় এখন

ইচ্ছের লাল নীল সুতোর টানে

স্বপ্ন বোনার সময় এখন

ইচ্ছের লাল নীল সুতোর টানে

কল্পনার সুঁয়ে সুতো পরালি

একটা নীল কমলা ভাবনা খেলে যা, আ

তারারা রা পা পা

গল্পটায় ডুবে থাকি সারাদিন

নিপুণ হাত একটু ছবি এঁকে যা, আ

রাপাপা রা পা পা

বেয়াড়া সুতো আঙুলে গুঁতো

বেয়াড়া সুতো আঙুলে গুঁতো

তবুও ছুতো খুঁজি কেন কে জানে

স্বপ্ন বোনার সময় এখন

ইচ্ছের লাল নীল সুতোর টানে

রঙ্গীন আশার রকমারি কাপড়ে

ঢেকে যায় বিষণ্ণ কালো মন

নানা, না না নানা না

বাহারি নকশা কেটে আনমনে গড়ি

কত ধরণ কত গড়নের স্বপন

নানা, না না নানা না

এরই মাঝে যদি একটা দুটো সত্যি হয়ে যায়

ভালোলাগার আবেশে ভেসে দেখি

অপলক মুগ্ধতায়

বেয়াড়া সুতো আঙুলে গুঁতো

বেয়াড়া সুতো আঙুলে গুঁতো

তবুও ছুতো খুঁজি কেন কে জানে

স্বপ্ন বোনার সময় এখন

ইচ্ছের লাল নীল সুতোর টানে

স্বপ্ন বোনার সময় এখন

ইচ্ছের লাল নীল সুতোর টানে

Nhiều Hơn Từ Anweshaa/Chamok Hasan

Xem tất cảlogo

Bạn Có Thể Thích