menu-iconlogo
huatong
huatong
avatar

তোমার আকাশ দুটি চোখে

AR_Riponhuatong
ᴿ᭄𝐀𝐑_𝐑𝐈𝐏𝐎𝐍✵🅡︎Ⓜ️🅟︎࿐🇧🇩huatong
Lời Bài Hát
Bản Ghi
তোমার আকাশ দুটি চোখে

আমি হয়ে গেছি তারা~~

তোমার আকাশ দুটি চোখে

আমি হয়ে গেছি তারা~~

এই জীবন ছিলো

নদীর মতো গতিহারা~

এই জীবন ছিলো~

নদীর মতো গতিহারা দিশাহারা~

ওগো তোমার আকাশ দুটি চোখে

আমি হয়ে গেছি তারা~

আগে ছিলো শুধু পরিচয়

পরে হলো মন বিনিময়~

আগে ছিলো শুধু পরিচয়

পরে হলো মন বিনিময়~

শুভ লগ্নে হয়ে গেলো, শুভ পরিণয়

শুভ লগ্নে হয়ে গেলো শুভ পরিণয়~

আজ যখনই ডাকি

জানি তুমি দিবে সাড়া~

এই জীবন ছিলো~

নদীর মতো গতিহারা দিশাহারা~

ওগো তোমার আকাশ দুটি চোখে

আমি হয়ে গেছি তারা~

গানে নতুন করে এলো সুর

এ যেনো আগের চেয়ে সু~মধুর~

গানে নতুন করে এলো সুর

এ যেনো আগের চেয়ে সু~মধুর~

নিয়ে এলে আমায় তুমি, আজ বহুদূর

নিয়ে এলে আমায় তুমি, আজ বহুদূর

বয়ে চলেছে যে তাই

ভালোবাসার একধারা~

এই জীবন ছিল~

নদীর মতো গতিহারা দিশাহারা~

ওগো তোমার আকাশ দুটি চোখে

আমি হয়ে গেছি তারা~~

আমি হয়ে গেছি তারা~

ও ও ও আমি হয়ে গেছি তারা~~

Nhiều Hơn Từ AR_Ripon

Xem tất cảlogo

Bạn Có Thể Thích