menu-iconlogo
huatong
huatong
avatar

Janina

Arefin Rumeyhuatong
ozarkcatloverhuatong
Lời Bài Hát
Bản Ghi
আরো সুন্দর সুন্দর গান , যেগুলো এখনো খুঁজে পান নি তাহলে ফলো দিয়ে ইনবক্স করুন।

গানঃ জানিনা আজ কেমন করে

শিল্পীঃ আরফিন রুমি

গান শুরু হবে এখন রেডী

মিউজিক অপেক্ষা করুন

জানিনা আজ কেমন করে

কোথায় আমি খুঁজবো তারে

বল সখি বল আমারে

কবে আমি পাব তারে

জানিনা আজ কেমন করে

কোথায় আমি খুঁজবো তারে

বল সখি বল আমারে

কবে আমি পাব তারে

ঘুম জাগরনে দেখি বারে বারে স্বপ্নে

হৃদয় তারে খুঁজে বেড়াই হারায় তারি মাঝে

ঘুম জাগরনে দেখি বারে বারে স্বপ্নে

হৃদয় তারে খুঁজে বেড়াই হারায় তারি মাঝে

আপলোডঃ কামরুল ইসলাম 62010197560__

আরো সুন্দর সুন্দর গান , যেগুলো এখনো খুঁজে পান নি তাহলে ফলো দিয়ে ইনবক্স করুন।

মিউজিক অপেক্ষা করুন

গানের মত বলে যাওয়া

পথের মত চলে যাওয়া

মিউজিক অপেক্ষা করুন

গানের মত বলে যাওয়া

পথের মত চলে যাওয়া

একটুখানি প্রেমের হাওয়া লাগল যে মনে

একটুখানি প্রেমের ছোয়া লাগলো প্রাণে

ঘুম জাগরনে দেখি বারে বারে স্বপ্নে

হৃদয় তারে খুঁজে বেড়ায় হারাই তারই মাঝে

ঘুম জাগরনে দেখি বারে বারে স্বপ্নে

হৃদয় তারে খুঁজে বেড়ায় হারাই তারই মাঝে

আপলোডঃ কামরুল ইসলাম 62010197560__

Coffee House. com

আরো সুন্দর সুন্দর গান , যেগুলো এখনো খুঁজে পান নি তাহলে ফলো দিয়ে ইনবক্স করুন।

মিউজিক অপেক্ষা করুন

উদাস চোখে চেয়ে থেকে

তারি কথা মনে রেখে

মিউজিক অপেক্ষা করুন

উদাস চোখে চেয়ে থেকে

তারি কথা মনে রেখে

ডুবে আছি যে বাঁধনে খুলবো কেমনে

এ জীবনে বল তারে ভুলবো কেমনে

ঘুম জাগরনে দেখি বারে বারে স্বপ্নে

হৃদয় তারে খুঁজে বেড়ায় হারাই তারই মাঝে

ঘুম জাগরনে দেখি বারে বারে স্বপ্নে

হৃদয় তারে খুঁজে বেড়ায় হারাই তারই মাঝে

ঘুম জাগরনে দেখি বারে বারে স্বপ্নে

হৃদয় তারে খুঁজে বেড়ায় হারাই তারই মাঝে

ঘুম জাগরনে দেখি বারে বারে স্বপ্নে

হৃদয় তারে খুঁজে বেড়ায় হারাই তারই মাঝে

আরো সুন্দর সুন্দর গান , যেগুলো এখনো খুঁজে পান নি তাহলে ফলো দিয়ে ইনবক্স করুন।

ধন্যবাদ

Nhiều Hơn Từ Arefin Rumey

Xem tất cảlogo

Bạn Có Thể Thích