menu-iconlogo
logo

Moner Majhe Dia Tala/HD- Uploded by 𝄞-SOBUG-⑅⃝💚࿐

logo
Lời Bài Hát

?-SOBUG-⑅⃝?࿐

ও মনের মাঝে দিয়ে তালা

আছ কোথায়, মোর প্রিয়া?

মনের মাঝে দিয়ে তালা

আছ কোথায়, মোর প্রিয়া?

ও তুমিহীনা বড়ো একা একা

দিন যে আমার কাটে না

মনের মাঝে দিয়ে তালা

আছ কোথায়, মোর প্রিয়া?

?-SOBUG-⑅⃝?࿐

প্রেমের এমন নেশা, যায় না দূরে থাকা

কাঠে যদি ধরে রে ঘুণ

শেষ না করে ছাড়ে না

প্রেমের এমন নেশা, যায় না দূরে থাকা

কাঠে যদি ধরে রে ঘুণ

শেষ না করে ছাড়ে না

ও তুমিহীনা বড়ো একা একা

দিন যে আমার কাটে না

মনের মাঝে দিয়ে তালা

আছ কোথায়, মোর প্রিয়া?

?-SOBUG-⑅⃝?࿐

জীবনের সব ভালোবাসা

দিয়ে তোমায় করেছি আপন

তুমি ছাড়া এ ভুবনে কে আছে বলো আপন?

জীবনের সব ভালোবাসা

দিয়ে তোমায় করেছি আপন

তুমি ছাড়া এ ভুবনে কে আছে বলো আপন?

ও তুমিহীনা বড়ো একা একা

দিন যে আমার কাটে না

মনের মাঝে দিয়ে তালা

আছ কোথায়, মোর প্রিয়া?

?ধন্যবাদ ?

Moner Majhe Dia Tala/HD- Uploded by 𝄞-SOBUG-⑅⃝💚࿐ của Arfin rumey - Lời bài hát & Các bản Cover