menu-iconlogo
logo

Amay Kadao (Mashuq Haque Remix)

logo
Lời Bài Hát
এখানে (এখানে) বলো কে আছে? (বলো কে আছে?)

দূরের আকাশে (দূরের আকাশে) তুমি ছাড়া দিশেহারা

গতকালে ছিলাম একসাথে, নদীর কিনারাতে

শুয়ে বসে, হাতে-হাত

ফেলে যাই এই পৃথিবী

যাতে তোমারই কাছে ছুটে আসি

তুমি কতটা আসল

অথবা কত নকল

বোঝাবে নিজের হাতে

করে এক ভুল

আমি জানি, আমাকে তুমি ডোবাবে না

সাগর পাড়ের নৌকায় নিয়ে যাও

হাত ধরে তুমি তোমার কোলে

শুয়িয়ে দাও, আমায় কাঁদাও

ওপাড়ে কত সুখ আছে?

স্মৃতির পাতাতে শুয়ে শুয়ে কেঁদে যাবে

আমার কথা ভুলে যাবে

শুধু তোমার-আমার স্মৃতিগুলো রয়ে যাবে

ফেলে যাই এই পৃথিবী

যাতে তোমারই কাছে ছুটে আসি

তুমি কতটা আসল

অথবা কত নকল

বোঝাবে নিজের হাতে

করে এক ভুল

আমি জানি, আমাকে তুমি ডোবাবে না

সাগর পাড়ের নৌকায় নিয়ে যাও

হাত ধরে তুমি তোমার কোলে

শুয়িয়ে দাও, আমায় কাঁদাও

আমি জানি, আমাকে তুমি ডোবাবে না

সাগর পাড়ের নৌকায় নিয়ে যাও

হাত ধরে তুমি তোমার কোলে

শুয়িয়ে দাও, আমায় কাঁদাও

আমি জানি, আমাকে তুমি ডোবাবে না

সাগর পাড়ের নৌকায় নিয়ে যাও

হাত ধরে তুমি তোমার কোলে

শুয়িয়ে দাও, আমায় কাঁদাও

আমি জানি, আমাকে তুমি ডোবাবে না

সাগর পাড়ের নৌকায় নিয়ে যাও

হাত ধরে তুমি তোমার কোলে

শুয়িয়ে দাও, আমায় কাঁদাও

আমি জানি, আমাকে তুমি ডোবাবে না

সাগর পাড়ের নৌকায় নিয়ে যাও

হাত ধরে তুমি তোমার কোলে শুয়িয়ে দাও

Amay Kadao (Mashuq Haque Remix) của Ariyan Chowdhury/Mashuq Haque - Lời bài hát & Các bản Cover