menu-iconlogo
logo

ও আল্লাহ আমার।O Allah Amar

logo
avatar
Arkologo
Jahid💓Khan🖤JMC♛🇧🇩logo
Vào Ứng Dụng Để Hát
Lời Bài Hát
ও আল্লাহ আমার....

কত করেছিযে আর্জি....

বুঝিনা তোমার...... কিযে মর্জি

দিন ভালোবাসা ওগো দাওনা ফিরিয়ে

বলো তাকে ছাড়া.. বাঁচবো কি নিয়ে

ঘরে ফিরবেই একদিন নদী

প্রেম বুঝলে সে খুঁজবে দরদী

দাওনা তাকে ফিরিয়ে একটি বার

জানি আকাশ পায়না ছুঁতে মাটি

তবু মনতো মানেনা তাই হাঁটি

যদি পথের ধারে পেয়ে যাই দেখা তার

ও আল্লাহ আমার....

কত করেছিযে আর্জি....

বুঝিনা তোমার...... কিযে মর্জি

দিন ভালোবাসা ওগো দাওনা ফিরিয়ে

বলো তাকে ছাড়া.. বাঁচবো কি নিয়ে

মেঘলা........ দিনে আকাশ জুড়ে দাবি

মনরে..... সামনে তাকাস পুড়ে যাবি

না পুড়লে কিসের ভালোবাসা

ভাংগে মন তবু ভাংগেনাযে আশা

সে ছাড়া আর কেউ নেই যে আমার

জানি আকাশ পায়না ছুঁতে মাটি

তবু মনতো মানেনা তাই হাঁটি

যদি পথের ধারে পেয়ে যাই দেখা তার

ও আল্লাহ আমার....

কত করেছিযে আর্জি....

বুঝিনা তোমার...... কিযে মর্জি

দিন ভালোবাসা ওগো দাওনা ফিরিয়ে

বলো তাকে ছাড়া.. বাঁচবো কি নিয়ে

ও আল্লাহ আমার।O Allah Amar của Arko - Lời bài hát & Các bản Cover