menu-iconlogo
huatong
huatong
arman-alif-tor-rokte-mise-geche-mittha-bolar-sovab-cover-image

Tor Rokte Mise Geche Mittha Bolar Sovab

Arman Alifhuatong
jacksikma1huatong
Lời Bài Hát
Bản Ghi
তোর রক্তে মিইশা গেছে মিথ্যা বলার স্বভাব

কোন দোষেতে ছাইরা গেলি দিবি কি তার জবাব

তোর রক্তে মিইশা গেছে মিথ্যা বলার স্বভাব

কোন দোষেতে ছাইরা গেলি দিবি কি তার জবাব

বুকের ভেতর অনল আমার ভাটার মতোন জলে রে

তোর কারনে চোখ দুটি হায় মোমের মতোন গলে

চাইলাম তোর আলতো পরশ দিয়া গেলি দাগ

আমার থেকে তোরে তুই কইরা নিলি ভাগ

চাইলাম তোর আলতো পরশ দিয়া গেলি দাগ

আমার থেকে তোরে তুই কইরা নিলি ভাগ

হা আআআআআআআআআআ

রারা রা রারা রা রারারারারা

হা আআআআআআআআআআ

রারা রা রারা রা রারারারারা

ভালোবাসার মন্দা এখন আমার অন্তরে

তোর মনেতে ভালোবাসা উথলাইয়া পরে

ঘরের ভেতর ঘর বানাইলি আমায় করে পর

তোর অভাবে উঠল জাইগা মন নদীতে চর

বুকের ভেতর অনল আমার ভাটার মতোন জলে রে

তোর কারনে চোখ দুটি হায় মোমের মতন গলে

চাইলাম তোর আলতো পরশ দিয়া গেলি দাগ

আমার থেকে তোরে তুই কইরা নিলি ভাগ

চাইলাম তোর আলতো পরশ দিয়া গেলি দাগ

আমার থেকে তোরে তুই কইরা নিলি ভাগ

কোন দিনও মনের ঘরে দেব নাকো তালা

তোর জন্য চিরদিনি মনের দুয়ার খোলা

চাতক পাখির মতো মনটা ভাবে নয় ছয়

একসাথে ঘুমাবো বলে আজও জেগে রই

বুকের ভেতর অনল আমার ভাটার মতোন জলে রে

তোর কারনে চোখ দুটি হায় মোমের মতন গলে

চাইলাম তোর আলতো পরশ দিয়া গেলি দাগ

আমার থেকে তোরে তুই কইরা নিলি ভাগ

চাইলাম তোর আলতো পরশ দিয়া গেলি দাগ

আমার থেকে তোরে তুই কইরা নিলি ভাগ

হা আআআআআআআআআআ

রারা রা রারা রা রারারারারা

হা আআআআআআআআআআ

রারা রা রারা রা রারারারারা

Nhiều Hơn Từ Arman Alif

Xem tất cảlogo

Bạn Có Thể Thích