menu-iconlogo
huatong
huatong
avatar

Prangone Mor

Arpanhuatong
62188685381huatong
Lời Bài Hát
Bản Ghi
প্রাঙ্গণে মোর শিরীষশাখায় ফাগুন মাসে

কী উচ্ছ্বাসে

ক্লান্তিবিহীন ফুল ফোটানোর খেলা।

ক্ষান্তকূজন শান্তবিজন সন্ধ্যাবেলা

প্রত্যহ সেই ফুল্ল শিরীষ প্রশ্ন শুধায় আমায় দেখি

'এসেছে কি-- এসেছে কি।'

আর বছরেই এমনি দিনেই ফাগুন মাসে

কী উচ্ছ্বাসে

নাচের মাতন লাগল শিরীষ-ডালে

স্বর্গপুরের কোন্‌ নূপুরের তালে।

প্রত্যহ সেই চঞ্চল প্রাণ শুধিয়েছিল, 'শুনাও দেখি

আসে নি কি-- আসে নি কি।'

আবার কখন এমনি দিনেই ফাগুন মাসে

কী আশ্বাসে

ডালগুলি তার রইবে শ্রবণ পেতে

অলখ জনের চরণ-শব্দে মেতে।

প্রত্যহ তার মর্মরস্বর বলবে আমায় কী বিশ্বাসে,

'সে কি আসে-- সে কি আসে।'

প্রশ্ন জানাই পুষ্পবিভোর ফাগুন মাসে

কী আশ্বাসে,

'হায় গো, আমার ভাগ্য-রাতের তারা,

নিমেষ-গণন হয় নি কি মোর সারা।'

প্রত্যহ বয় প্রাঙ্গণময় বনের বাতাস এলোমেলো--

'সে কি এল-- সে কি এল।'

Nhiều Hơn Từ Arpan

Xem tất cảlogo

Bạn Có Thể Thích