menu-iconlogo
logo

ছাড়িয়া যাইওনা বন্ধুরে

logo
Lời Bài Hát
ছাড়িয়া যাইওনা বন্ধুরে

ছাড়িয়া যাইওনা বন্ধুরে

প্রাণ নাত...............

ছাড়িয়া যাইওনা বন্ধুরে

প্রাণ নাত...............

ছাড়িয়া যাইওনা বন্ধুরে

কথা রাখো কাছে থাক

যাইওনা গো দূরে

কথা রাখো কাছে থাক

যাইওনা গো দূরে

বন্ধুরে যাইওনা গো দূরে

দূরে গেলে পরান আমার

চটপট চটপট করে রে

ওরে দূরে গেলে পরান আমার

চটপট চটপট করে রে

প্রাণ নাত..............

ছাড়িয়া যাইওনা বন্ধুরে

প্রাণ নাত................

ছাড়িয়া যাইওনা বন্ধুরে

তোমার প্রেমে হইলাম আমি

মিছা দুষের ভাগি

তোমার প্রেমে হইলাম আমি

মিছা দুষের ভাগি

বন্ধুরে মিছা দুষের ভাগি

তোমারে না পাইলে

আমি বিনা রুগে রুগী রে

ওরে তোমারে না পাইলে

আমি বিনা রুগে রুগী রে

প্রাণ নাত.........

ছাড়িয়া যাইওনা বন্ধুরে

প্রাণ নাত.............

ছাড়িয়া যাইওনা বন্ধুরে

তুমি আমার কাছে থাক

এই আমার বাসনা

তুমি আমার কাছে থাক

এই আমার বাসনা

বন্ধুরে এই আমার বাসনা

ওরে মন যারে চায়

তারে ছাড়া মনেও বুজেনা রে

ওরে মন যারে চায়

তারে ছাড়া মনেও বুজেনা রে

প্রাণ নাত.................

ছাড়িয়া যাইওনা বন্ধুরে

প্রাণ নাত................

ছাড়িয়া যাইওনা বন্ধুরে

বাউল আব্দুল করিম বলে

কি বলিব বেশি ………

ওস্তাদ আব্দুল করিম বলে

কি বলিব বেশি ………

বন্ধুরে কি বলিব বেশি

ওরে মনে চায় দেখিতে

তোমার চন্দন মুখের হাসি রে

ওরে মনে চায় দেখিতে

তোমার চন্দন মুখের হাসি রে

প্রাণ নাত............

ছাড়িয়া যাইওনা বন্ধুরে

প্রাণ নাত............

ছাড়িয়া যাইওনা বন্ধুরে

সবাইকে ধন্যবাদ

গানটি সেভ করার পরে দয়া

করে একটি লাইক দিবেন ?

ছাড়িয়া যাইওনা বন্ধুরে của Artist salma/Kamal - Lời bài hát & Các bản Cover