menu-iconlogo
huatong
huatong
avatar

কখনো তুমি সালমান শাহে।

Asif Akbar/Dolly Shyantonihuatong
🇨🇦.𝙀𝙇𝙄𝙉𝘼.𝙆𝘼𝙍𝙄𝙈𝙊𝙑𝘼🇨🇦.huatong
Lời Bài Hát
Bản Ghi
গানঃকখনও তুমি সালমান শাহে

Singer:Asif & Dolly shantoni

Uploading by Tanvir_Bdss

Choice by Raisha_Bdss

Lyric:Tanvir_Bdss

ছেলেঃকখনো তুমি সালমান শাহে,কখনো রিয়াজে

কখনো সাকিব খানে, বন্দিনী ভিলেনে

এই ছবিতে ধনির দুলালি ওই ছবিতে ফুলওয়ালি

তোমার নামে ছবি হিট,ব্লাক মার্কেটে টিকিট

অভিনয়ে তুমি বড়ই খেয়ালি

করলে কেন এমন হেয়ালি

মনে কি পড়ে সেই ছবিতে নায়ক ছিলাম আমি

মেয়েঃশুটিং ডাবিং শেষ করে

মাঝ রাতে ঘরে ঘুমিয়ে পড়ে

পুরনো কিছু চিঠি হাতে করে

চিঠি গুলো আমারি নই পাওয়া অপবাদ

আমার সবই অভিনয় তোমার অভিশাপ

Uploading by Tanvir_Bdss

Track By Tanvir_Bdss

Choise by Raisha_Bdss

ছেলেঃএফ ডিসির বাইরে সেদিন

লোক আর অন্য দেখি,

শুটিং আছে নতুন ছবির আসছো তুমি নাকি

সেই ভিড়ের রোদে পুড়ে আবার লাগে ঘোর

ভুলেই যাই পেরেয়ি গেছে সকাল দুপুর

মেয়েঃশুটিং ডাবিং শেষ করে

মাঝ রাতে ঘরে ঘুমিয়ে পড়ে

পুরনো কিছু চিঠি হাতে করে

চিঠি গুলো আমারি নই পাওয়া অপবাদ

আমার সবই অভিনয় তোমার অভিশাপ

Uploading by Tanvir_Bdss

Lyrics: by Tanvir_Bdss

Choise by Bestu_Raisha_Bdss

ছেলেঃ ঘুম ভেংগে দেখি চেয়ে আছি ঘরে শুয়ে

তবে বোধহয় স্বপ্ন ছিলো সবই তোমায় নিয়ে

স্বপ্ন ভাংগার কষ্ট নিয়ে......

আবার ও বুজি চোখ,

স্বপ্ন দেখি স্বপ্নে আবার কোথাও দেখা হোক

মেয়েঃশুটিং ডাবিং শেষ করে

মাঝ রাতে ঘরে ঘুমিয়ে পড়ে

পুরনো কিছু চিঠি হাতে করে

চিঠি গুলো আমারি নই পাওয়া অপবাদ

আমার সবই অভিনয় তোমার অভিশাপ

কখনো তুমি সালমান শাহে,কখনো রিয়াজে

কখনো সাকিব খানে, বন্দিনী ভিলেনে

এই ছবিতে ধনির দুলালি ওই ছবিতে ফুলওয়ালি

তোমার নামে ছবি হিট,ব্লাক মার্কেটে টিকিট

অভিনয়ে তুমি বড়ই খেয়ালি

করলে কেন এমন হেয়ালি

মনে কি পড়ে সেই ছবিতে নায়ক ছিলাম আমি

মেয়েঃশুটিং ডাবিং শেষ করে

মাঝ রাতে ঘরে ঘুমিয়ে পড়ে

পুরনো কিছু চিঠি হাতে করে

চিঠি গুলো আমারি নই পাওয়া অপবাদ

আমার সবই অভিনয় তোমার অভিশাপ

ধন্যবাদ...........৷

Nhiều Hơn Từ Asif Akbar/Dolly Shyantoni

Xem tất cảlogo

Bạn Có Thể Thích