menu-iconlogo
huatong
huatong
avatar

Ki kore toke bojhay

Asif Akbar/korniahuatong
SheikhJayedhuatong
Lời Bài Hát
Bản Ghi
Asif Akbar & Kornia

কি করে তোকে বোঝাই

m ~ 1st

f ~ 2nd

🌿Upload By Jahid khan🌿

::::::::::::::::::::::::::

(M):জানিনা তো কি করে তোকে বোঝাই

ভালোবাসা বলে কি আর বোঝানো ঝায়

(F):এতো কাছে আছি তবু মানেনা হৃদয়

যতো ভালোবাসি তোরে কমি...মনে হয়

হতে পারিস তুই বন্ধু আমার

বাসবো ভালো তোকে করে উজার

তোর মতো কিছু লাগেনা ভালো

অনুভবে তুই সুখেরিই আলো

(M):তোকে নিয়ে মনে আমার জাগে সংশয়

(F):যতো ভালোবাসি তোরে কমি...মনে হয়

🌿Uplood by Jahid khan🌿

(F):তোকে ছাড়া একটি প্রহর

বাচা ভিষণ কঠিন

থাকতে চাই সারাটিক্ষণ

হয়ে তোর অধীন ...

::::::::::::

(M)হুম....তোকে ছাড়া একটি প্রহর

বাচা ভিষণ কঠিন

থাকতে চাই সারাটিক্ষণ

হয়ে তোর অধীন ...

(F):হতে পারিস তুই বন্ধু আমার

বাসবো ভালো তোকে করে উজার

তোর মতো কিছু লাগেনা ভালো

অনুভবে তুই সুখেরিই আলো

(M):তোকে নিয়ে মনে আমার জাগে সংশয়

(F):যতো ভালোবাসি তোরে কমি...মনে হয়

🌿Upload By Jahid khan🌿

(M):কত সত গল্প কথা

লিখি তোর নামে ....

দেহ শুধু দুরে থাকে

তুইতো থাকিস মনে..

:::::::::::::

(F):হো...কত সত গল্প কথা

লিখি তোর নামে ....

দেহ শুধু দুরে থাকে

তুইতো থাকিস মনে..

(M)হতে পারিস তুই বন্ধু আমার

বাসবো ভালো তোকে করে উজার

তোর মতো কিছু লাগেনা ভালো

অনুভবে তুই সুখেরিই আলো

(F):তোকে নিয়ে মনে আমার জাগে সংশয়

যতো ভালোবাসি তোরে কমি...মনে হয়

(M)জানিনা তো কি করে তোকে বোঝাই

ভালোবাসা বলে কি আর বোঝানো ঝায়

এতো কাছে আছি তবু মানেনা হৃদয়

যতো ভালোবাসি তোরে কমি...মনে হয়

(F)হতে পারিস তুই বন্ধু আমার

বাসবো ভালো তোকে করে উজার

তোর মতো কিছু লাগেনা ভালো

অনুভবে তুই সুখেরিই আলো

(M)তোকে নিয়ে মনে আমার জাগে সংশয়

(M+F):যতো ভালোবাসি তোরে কমি...মনে হয়

::::::::::::::Thanks:::::::::::::::

Nhiều Hơn Từ Asif Akbar/kornia

Xem tất cảlogo

Bạn Có Thể Thích