
তোমার হাত পাখার বাতাশে Tomar Hat Pakhar
তোমার হাত পাখার বাতাশে
প্রান জুড়িয়ে আসে
কিছু সময় আরো তুমি
থাকো আমার পাশে
থাকো আমার পাশে
তোমার হাত পাখার বাতাসে
প্রান জুড়িয়ে আসে
কিছু সময় আরো তুমি
থাকো আমার পাশে
থাকো আমার পাশে
যখন কুপি জলা রাতে
আমার থালার গরম ভাতে
পুটি মাছের ঝোল তুলে দাও
তুমি আপন হাতে
যখন কুপি জলা রাতে
আমার থালার গরম ভাতে
পুটি মাছের ঝোল তুলে দাও
তুমি আপন হাতে
সারাদিনের কষ্ট ভুলে
মনটা আমার হাসে..
মনটা আমার হাসে
তোমার হাত পাখার বাতাশে
প্রান জুড়িয়ে আসে
কিছু সময় আরো তুমি
থাকো আমার পাশে
থাকো আমার পাশে
আমার ছোট্ট ভাঈা ঘরে
যেনো চাদের আলো ঝড়ে
ঘুমাও যখন মাথা রেখে
আমার বুকের পরে
আমার ছোট্ট ভাঈা ঘরে
যেনো চাদের আলো ঝড়ে
ঘুমাও যখন মাথা রেখে
আমার বুকের পরে
মনটা আমার স্বপ্ন হয়ে
চাদের খেয়ায় ভাসে
চাদের খেয়ায় ভাসে
তোমার হাত পাখার বাতাশে
প্রান জুড়িয়ে আসে
কিছু সময় আরো তুমি
থাকো আমার পাশে...
থাকো আমার পাশে
তোমার হাত পাখার বাতাশে Tomar Hat Pakhar của Asif Akbar - Lời bài hát & Các bản Cover