menu-iconlogo
logo

Pathore Lekha Naam

logo
Lời Bài Hát

পাথরে লেখা নাম

হয়তো মুছে যেতে পারে ও.....

পাথরে লেখা নাম

হয়তো মুছে যেতে পারে

মুছবে না কোন দিন

হৃদয়ে লেখা নাম

ভালবাসি আমি যারে এ....

পাথরে লেখা নাম

হয়তো মুছে যেতে পারে ও.....

পাথরে লেখা নাম

হয়তো মুছে যেতে পারে

পাহাড়ের কান্না ঝর্ণা হয়ে

সাগরের সাথে মিশে রয়

হৃদয়ের কান্না কেউতো দেখে না

হৃদয়ের মাঝে জমে রয়

যতনে গড়া মন হারিয়েছে কখন

গুপ্তচোরা বালুচরে এ...

পাথরে লেখা নাম

হয়তো মুছে যেতে পারে ও....

পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে

আকাশে জমানো কত না কষ্ট

বৃষ্টি হয়ে ঝরে মাটিতে

অচেনা ঝড় এসে করেছে নষ্ট

ভেঙ্গেছে এ মন আঘাতে

বিরহের সজ্জা পরে আছি আমি

নিস্ব হলাম চিরতরে

পাথরে লেখা নাম

হয়তো মুছে যেতে পারে ও....

পাথরে লেখা নাম

হয়তো মুছে যেতে পারে

মুছবে না কোন দিন

হৃদয়ে লেখা নাম

ভালবাসি আমি যারে এ....

পাথরে লেখা নাম

হয়তো মুছে যেতে পারে ও....

পাথরে লেখা নাম

হয়তো মুছে যেতে পারে..

Pathore Lekha Naam của Asif - Lời bài hát & Các bản Cover