menu-iconlogo
huatong
huatong
ayub-bacchu-nirobe-nadim-blues-cover-image

Nirobe-Nadim_Blues

''Ayub Bacchu''huatong
Udana_star51248170huatong
Lời Bài Hát
Bản Ghi
Nirobe-Ayub Bacchu

====================

দিশেহারা এ হৃদয় আমার

বড় কষ্ট পেয়েছে

বারে বারে এই আমায়

শুধু ‌প্রশ্ন ‌‌করেছে

কেনো যে তোমাকে

জড়ালাম আমার জীবনে

সুখের আশা দিয়ে শুধু দু:খ দিয়েছি

অপবাদ দাও আমায়

যেনো জ্বলে জ্বলে হারিয়ে যাই

অভিশাপ দাও আমায়

যেনো নিরবে ফুরিয়ে যাই, নীরবে...

আশা ছিল সুখি হবো

তোমায় কাছে পেয়ে

সুখী আমি হয়েছি ঠিকই

শুধু তুমি বোঝনি

অপবাদ দাও আমায়

যেনো জ্বলে জ্বলে হারিয়ে যাই

অভিশাপ দাও আমায়

যেনো নিরবে ফুরিয়ে যাই, নীরবে...

ভুল বুঝে ভুল করে

হারাতে চাইনা তোমাকে

বেচে থাকার আশা আছে

এখনও তোমাকে ঘিরে

অপবাদ দাও আমায়

যেনো জ্বলে জ্বলে হারিয়ে যাই

অভিশাপ দাও আমায়

যেনো নিরবে ফুরিয়ে যাই, নীরবে..

দিশেহারা এ হৃদয় আমার

বড় কষ্ট পেয়েছে

বারে বারে এই আমায়

শুধু ‌প্রশ্ন ‌‌করেছে

কেনো যে তোমাকে

জড়ালাম আমার জীবনে

সুখের আশা দিয়ে শুধু দু:খ দিয়েছি

অপবাদ দাও আমায়

যেনো জ্বলে জ্বলে হারিয়ে যাই

অভিশাপ দাও আমায়

যেনো নিরবে ফুরিয়ে যাই, নীরবে..

Bạn Có Thể Thích