menu-iconlogo
huatong
huatong
ayub-bachchu-lrb-jahid-track--by-cover-image

Jahid Track-নিরবে By আইয়ুব বাচ্চু (স্ক্রু ড্রাইভার)

ayub bachchu (lrb)huatong
🍁•ჟ𝘢ħ𝕚𝙙ץ𝓽•🍁huatong
Lời Bài Hát
Bản Ghi
শিরোনাম:নিরবে

শিল্পী :আইয়ুব বাচ্চু (এলআরবি)

অ্যালবাম :স্ক্রু ড্রাইভার

*** Uploded By Jahid***

দিশেহারা এই হৃদয় আমার বড়ো কষ্ট পেয়েছে

বারে বারে এই আমায় শুধু প্রশ্ন করেছে

কেন যে তোমাকে জড়ালাম আমার জীবনে

সুখের আশা দিয়ে শুধু দুঃখ দিয়েছি

দিশেহারা এই হৃদয় আমার বড়ো কষ্ট পেয়েছে

বারে বারে এই আমায় শুধু প্রশ্ন করেছে

কেন যে তোমাকে জড়ালাম আমার জীবনে

সুখের আশা দিয়ে শুধু দুঃখ দিয়েছি

অপবাদ দাও আমায়

যেন জ্বলে জ্বলে হারিয়ে যাই

অভিশাপ দাও আমায়

যেন নীরবে ফুরিয়ে যাই

নীরবে-

*** Uploded By Jahid***

আশা ছিল সুখী হবো

তোমায় কাছে পেয়ে

সুখী আমি হয়েছি ঠিকই

শুধু তুমি বোঝোনি

অপবাদ দাও আমায়

যেন জ্বলে জ্বলে হারিয়ে যাই

অভিশাপ দাও আমায়

যেন নীরবে ফুরিয়ে যাই

নীরবে-

*** Uploded By Jahid***

ভুল বুঝে ভুল করে

হারাতে চাই না তোমাকে

বেঁচে থাকার আশা আছে

এখনও তোমাকে ঘিরে

অপবাদ দাও আমায়

যেন জ্বলে জ্বলে হারিয়ে যাই

অভিশাপ দাও আমায়

যেন নীরবে ফুরিয়ে যাই

নীরবে-

দিশেহারা এই হৃদয় আমার বড়ো কষ্ট পেয়েছে

বারে বারে এই আমায় শুধু প্রশ্ন করেছে

কেন যে তোমাকে জড়ালাম আমার জীবনে

সুখের আশা দিয়ে শুধু দুঃখ দিয়েছি

অপবাদ দাও আমায়

যেন জ্বলে জ্বলে হারিয়ে যাই

অভিশাপ দাও আমায়

যেন নীরবে ফুরিয়ে যাই

নীরবে-

*** Uploded By Jahid***

+++Thanks for Listening +++

Nhiều Hơn Từ ayub bachchu (lrb)

Xem tất cảlogo

Bạn Có Thể Thích