menu-iconlogo
huatong
huatong
avatar

Tumi Esechhile Porshu

Babu Baparyihuatong
🍃RAFI_KHALED🍁🅶🅳🅱︎huatong
Lời Bài Hát
Bản Ghi
তুমি এসেছিলে পরশু~

তুমি এসেছিলে পরশু, কাল কেন আসোনি

তুমি এসেছিলে পরশু, কাল কেন আসোনি

তুমি কি আমায় বন্ধু কাল ভালোবাসোনি

তুমি এসেছিলে পরশু কাল কেন আসোনি

ট্র্যাক আপলোডঃ রফি খালেদ, ক্যাপ্টেন, গানের ডালি, বাংলাদেশ

নদী যদি হয় রে ভরাট, কানায় কানায়

হয়ে গেলে শূণ্য হঠাৎ, তাকে কি মানায়

নদী যদি হয় রে ভরাট, কানায় কানায়

হয়ে গেলে শূণ্য হঠাৎ, তাকে কি মানায়

তুমি কি আমায় বন্ধু, কাল মনে রাখোনি

কাল কেন আ~সোনি, কাল ভালোবাসোনি

তুমি এসেছিলে পরশু কাল কেন আসোনি

MUSIC

আকাশে ছিল না বলে হায়, চাঁদের পালকি

তুমি হেঁটে হেঁটে সন্ধ্যায়, আসোনি কাল কি

আকাশে ছিল না বলে হায়, চাঁদের পালকি

তুমি হেঁটে হেঁটে সন্ধ্যায়, আসোনি কাল কি

তুমি কি আমায় বন্ধু কাল অভিলাষোনি

কাল কেন আ..সোনি, কাল ভাসোনি

তুমি এসেছিলে পরশু কাল কেন আসোনি

MUSIC

বনে বনে পাখি ডেকে যায়, আবোল তাবোল

থেকে থেকে হাওয়া ডেকে যায়, দিয়ে যায় দোল

বনে বনে পাখি ডেকে যায়, আবোল তাবোল

থেকে থেকে হাওয়া ডেকে যায়, দিয়ে যায় দোল

তুমি কি আমায় বন্ধু একবারও ডাকোনি

কাল কেন আ~আসোনি, কাল ভালোবাসোনি

আ.সোনি, কাল ভালোবাসোনি

আ.সোনি, কাল ভালোবাসোনি

ধন্যবাদ

Nhiều Hơn Từ Babu Baparyi

Xem tất cảlogo

Bạn Có Thể Thích

Tumi Esechhile Porshu của Babu Baparyi - Lời bài hát & Các bản Cover