menu-iconlogo
huatong
huatong
badsha-sey-krisno-surar-gach-cover-image

**Sey krisno surar gach

Badshahuatong
𝄞⑅⃝🦋𝐑𝐚𝐤𝐢𝐛-⑅⃝🦋HCB𝄞🇦🇷huatong
Lời Bài Hát
Bản Ghi
সেই কৃষ্ণচূড়ার গাছ আজও মরেনি

শিল্পীঃ বাদশাহ বুলবুল

?⃝ᶦᶬ᭄HuMaYuN?⃝࿐ѕℓg

সেই কৃষ্ণচূড়ার গাছ আজও মরেনি

মরেছে মনের যত আশা

সেই কৃষ্ণচূড়ার গাছ আজও মরেনি

মরেছে মনের যত আশা

ভেঙ্গে গেছে কাঁচেরই মতন

আমার যত ভালোবাসা

সেই কৃষ্ণচূড়ার গাছ আজও মরেনি

?⃝ᶦᶬ᭄HuMaYuN?⃝࿐ѕℓg

এখনও ফাগুন রাঙ্গে গাছেরই পাতায়

আমার এ মন শুধু কাঁদে যে ব্যাথায়~

এখনও ফাগুন রাঙ্গে গাছেরই~পাতায়

আমার এ মন শুধু কাঁদে যে ব্যাথায়

কি যে দাগ রেখে গেছো মনের খাতায়

কেউ বোঝে না সেই বোবা ব্যাথা

সেই কৃষ্ণচূড়ার গাছ আজও মরেনি~

?⃝ᶦᶬ᭄HuMaYuN?⃝࿐ѕℓg

এখনও বুকের ঘরে তোমারই আসন

নিরব দুচোখ দিয়ে করো গো শাসন~

এখনও বুকের ঘরে তোমারই~আসন

নিরব দুচোখ দিয়ে করো গো শাসন

তোমাকে ছাড়া আমি দুখী যে ভীষন

এই বুকে জমে আছে প্রেমেরই তৃষা

সেই কৃষ্ণচূড়ার গাছ আজও মরেনি

মরেছে মনের যত আশা

ভেঙ্গে গেছে কাঁচেরই মতন

আমার যত ভালোবাসা

সেই কৃষ্ণচূড়ার গাছ আজও মরেনি

মরেছে মনের যত আশা

Please like this Track?

?Thank You?

Nhiều Hơn Từ Badsha

Xem tất cảlogo

Bạn Có Thể Thích