বাবা নেই বাবা নেই
আসিফ আকবর
🇧🇩 🅱️angla 🇬aner 🅿️akhi 🇧🇩
🇧🇩🅱️🇬🅿️🇧🇩
༺֍𝑀𝑑. 𝐴𝑧𝑖𝑧𝑢𝑙 𝐻𝑎𝑞𝑢𝑒֎༻
এখনাে আছে সেই , চশমা ঘড়ি ,
আছে জামা জুতু ব্যাগ ,
সৃতি গুলাে তারি ।
টেবিলে সাজানাে বই আছে তেমনি ,
হেলানাে চেয়ার আছে ,
নেই শুধু তিনি ।
চোখে আসে জল ,
করে টল মল ,
যখনি ভাবি বাবা নেই ।
বাবা নেই , বাবা নেই
মানতে পারি না কিছুতেই ।
বাবা নেই , বাবা নেই
মানতে পারি না কিছুতেই ।
༺֍𝑀𝑑. 𝐴𝑧𝑖𝑧𝑢𝑙 𝐻𝑎𝑞𝑢𝑒֎༻
ছােট্ট বেলার সেই ,
স্কুল ছুটি হলে ,
বাড়ি নিয়ে যেত বাবা ,
কোলে তুলে ।
মায়ের বকুনি খেয়ে
মন খারাপ হলে ,
বুকে টেনে নিতাে বাবা ,
আয় খােকা বলে ।
চোখে আসে জল ,
করে টল মল ,
যখনি ভাবি বাবা নেই ।
বাবা নেই , বাবা নেই ,
মানতে পরিনা কিছুতেই
বাবা নেই , বাবা নেই
মানতে পারি না কিছুতেই ।
༺֍𝑀𝑑. 𝐴𝑧𝑖𝑧𝑢𝑙 𝐻𝑎𝑞𝑢𝑒֎༻
আজো মনে পরে সেই ,
বৈশাখী মেলায় ,
চরেছি বাবার সাথে ,
নাগর দোলায় ।
বাবার স্বপ্ন ছিল ,
হব নামি দামি ,
স্বপ্ন সত্যি হলাে ,
দেখলেনা তুমি ।
চোখে আসে জল ,
করে টল মল ,
যখনি ভাবি বাবা নেই ।
বাবা নেই , বাবা নেই ,
মানতে পারিনা কিছুতেই ।
বাবা নেই , বাবা নেই
মানতে পারি না কিছুতেই ।
এখনাে আছে সেই , চশমা ঘড়ি ,
আছে জামা জুতু ব্যাগ ,
সৃতি গুলাে তারি ।
টেবিলে সাজানাে বই আছে তেমনি ,
হেলানাে চেয়ার আছে ,
নেই শুধু তিনি ।
চোখে আসে জল ,
করে টল মল ,
যখনি ভাবি বাবা নেই ।
বাবা নেই , বাবা নেই
মানতে পারি না কিছুতেই ।
বাবা নেই , বাবা নেই
মানতে পারি না কিছুতেই ------- *
🇧🇩 🅱️angla 🇬aner 🅿️akhi 🇧🇩
🇧🇩🅱️🇬🅿️🇧🇩
༺֍𝑀𝑑. 𝐴𝑧𝑖𝑧𝑢𝑙 𝐻𝑎𝑞𝑢𝑒֎༻