আমরা দু’জন চিরসাথী
একি সাথে মিলে থাকি
একি প্রাণ একি গান
একি সুরে কাছে ডাকি
আমরা দু’জন চিরসাথী
একি সাথে মিলে থাকি
একি প্রাণ একি গান
একি সুরে কাছে ডাকি
আমরা দু’জন চিরসাথী
একি সাথে মিলে থাকি
একি প্রাণ একি গান
একি সুরে কাছে ডাকি
যখন বড় হবো হয়তো দূরে যাবো
ঘুরতে ঘুরতে আবার দু’জন মুখোমুখি হবো
ও...ও... ও.. ও...
যখন বড় হবো হয়তো দূরে যাবো
ঘুরতে ঘুরতে আবার দু’জন মুখোমুখি হবো
এই জীবনের একটি নীড়ে
আমরা যেন দুটি পাখি
আমরা দু’জন চিরসাথী
একি সাথে মিলে থাকি
একি প্রাণ একি গান
একি সুরে কাছে ডাকি
হাসি খেলার ছলে মিলন মালা খুলে
এই যে সুখের দিন গুলোকে যাবো নাতো ভুলে
ও.. ও... ও... ও....
হাসি খেলার ছলে মিলন মালা খুলে
এই যে সুখের দিন গুলোকে যাবো নাতো ভুলে
ইচ্ছে করে এই হৃদয়ে
শুধু তোমায় ধরে রাখি
আমরা দু’জন চিরসাথী
একি সাথে মিলে থাকি
একি প্রাণ একি গান
একি সুরে কাছে ডাকি
আমরা দু’জন চিরসাথী
একি সাথে মিলে থাকি
একি প্রাণ একি গান
একি সুরে কাছে ডাকি
ধন্যবাদ সবাইকে