menu-iconlogo
huatong
huatong
avatar

t তুমি চাঁদের জোছনা নও

bangla short song tumi chader jochonahuatong
jinhekim1huatong
Lời Bài Hát
Bản Ghi
short bangla romantic song

বাবুই পাখির সাজানো বাসা

ময়না পাখির কথা গুলো

তোমার গুনের কাছে

সব কিছু হার মেনে গেলো

ভালবাসার রুপালি তারা

সূর্যের মাঝে যত আলো

তোমার প্রেমের কাছে

সব কিছু হার মেনে গেলো

তুমি চাঁদের জোছনা নও

তুমি ফুলের উপমা নও

তুমি চাঁদের জোছনা নও

ফুলের উপমা নও

নও কোন পাহারি ঝরনা

আয়না.....

তুমি হৃদয়ের আয়না

তুমি সাগর নিলিমা নও

তুমি মেঘের বরষা নও

তুমি সাগর নিলিমা নও

মেঘের বরষা নও

তুমি শুধু আমারি গয়না

আয়না.......

আমি হৃদয়ের আয়না

তুমি হৃদয়ের আয়না

আমি হৃদয়ের আয়না

follow me for ne t new song

Bạn Có Thể Thích