পুরোনো প্রেমিকের সাথে হঠাৎ দেখা
Uploded by Reza Khan
মেয়ে) কিরে…. কেমন আছিস?
ছেলে ) ভালো …
মেয়ে) তবে তোর এ অবস্থা কেন?
ছেলে) কি ….?
মেয়ে ) এই যে,মাধায় উকড়ো ধুকড়ো চুল….
মুখ ভর্তি দাড়ী আর গোঁফ..।
ছেলে) হা হা হা হা, হা হা হা হা
মেয়ে) হাসছিস যে?
ছেলে)হা হা হা হাসবোনা…
যার জন্য প্রতিদিন সেঁজে গুঁজে
রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকতাম….
মেয়ে) হ্যাঁ.. তো কি হয়েছে?
ছেলে) সে.. তো আজ আমাকে ছেড়ে….
মেয়ে) চলে গেছে ?
ছেলে) না .. থাক,
এবার তোর কথা বল?
মেয়ে) কি বলব বল ?
কোটিপতি স্বামী আর
নীলপরীকে নিয়ে আছি আর কি।
ছেলে) মা মনি টা কে?
মেয়ে) ওটা আমার কন্যা…. নীলপরী।
ছেলে) দারুন নাম রেখেছিস তো ।
মেয়ে) হ্যাঁ…..তোর মনে আছে?
তুই প্রতিদিন আমাকে নীলপরী বলে ডাকতিস
আর কলেজের ঐ রাস্তার মোড়ে
আমার জন্য দাঁড়িয়ে থাকতিস।
হাতে বাদাম ভাজা নিয়ে।
ছেলে) থাক….. পুরোনা কথা আর তুলে লাভ কি?
তুই তো মনে হয়
কোটিপতি স্বামীকে নিয়ে অনেক সুখে আছিস?
দামী গহনা, চার চাক্কার দামী গাড়ী সন্তান.
মেয়ে) আর সূখ…. তুই শুধু এগুলোই দেখলি
আমার মনের ভিতর যে চাঁপা কষ্ট
সে .. তো দেখবিনা ….
ছেলে) কেন ? কি হয়েছে?
মেয়ে) অর্থের লোভে বাবা মা কোরিয়া প্রবাসী
এক মধ্যবয়সী পুরুষের সঙ্গে বিয়ে দিয়েছে।
সে সারাদিন তার ব্যবসা নিয়ে ব্যস্ত।
আজ সিঙ্গাপুর তো কাল থাইল্যান্ড।
আমাকে সময় দিতে পারেনা
ছেলে) হা হা হা হা, হা হা হা হা।
মেয়ে) হাসছিস কেন? বিযে করেছিস?
ছেলে) বিয়ে….
এই বাউন্ডুলে মানুষটাকে কে বিয়ে করবে?
মেয়ে) কেন? তুইতো অনেক স্মর্ট এবং
টগবগে তরুন ও হ্যান্ডসাম, মেধাবী ছিলি
তোকে পাওয়ার জন্য অনেক মেয়ে পাগল হতো।
ছেলে) হা হা হা হা , হা হা হা হা
মেয়ে) আবার হাসছিস?
ছেলে) হা… করেছিলাম, বাবা মায়ের পছন্দে।
মেয়ে) তাহলে তুইতো সুখেই আছিস..
ছেলে) সুখ… সে তো কবেই
আমার মন থেকে চলে গেছে।
মেয়ে) কেন?
ছেলে) আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে।
মেয়ে) কেন?
ছেলে) বেকার …. তাই ।
মেয়ে) ও…., তুই চাকরী করবি?
ছেলে) হা হা হা, চাকরি …
আমাকে কে চাকরি দেবে?
মেয়ে) কেন? আমি ..
আমার স্বামীর কোম্পানীতে ।
ছেলে) না.. না.. না..,
আমি কারো করুনা নিয়ে বাঁচতে চাইনা
মেয়ে) আমি আমার অপরাধ মোচন করতে চাই।
ছেলে) না.. না.. না.. ।
আর পুরোনো স্মৃতিতে জড়াতে চাইনা।
ভালো থাকিস….. গেলাম।
মেয়ে) এই শোন শোন ….
ওহ শী…ট ।
পাগলটা চলে গেলো
আর কোনদিন কি ওর সাথে দেখা হবেনা?
ধন্যবাদ