
Keu bole tui
কেউ বলে তুই দূরে উধাও
কেউ বলে তুই আছিস
আমি বলি আমায় ছাড়া
কেমন করে বাঁচিস
কেউ বলে তুই ভাগ্যলিখন
কেউ বলে তুই পাথর
কেউ বলে তুই প্রার্থনার
কারো শীতের চাদর
কেউ বলে তুই অপার আকাশ
কেউ বলে বালুকণা
কেউ বলে একজীবনে
যায় না তোকে জানা
কেউ বলে তুই অপার আকাশ
কেউ বলে বালুকণা
কেউ বলে একজীবনে
যায় না তোকে জানা
সেদিন শুনি বলছে তারা
দেখতে পেল তোকে
কত কিছুই রটিয়ে দিল
কত রকম লোকে
সেদিন শুনি বলছে তারা
দেখতে পেল তোকে
কত কিছুই রটিয়ে দিল
কত রকম লোকে
কেউ বলে তুই অপার কেউ
তুই মৃত্যুর কাছাকাছি
আমি শুধু দেখিনা তোকে
অন্ধ হয়ে আছি
কেউ বলে তুই অপার আকাশ
কেউ বলে বালুকণা
কেউ বলে একজীবনে
যায় না তোকে জানা
মেঘের রঙ্গে সাজিস নাকি
আজও বৃষ্টি এলে
পৃথিবী অবাক তাকিয়ে দেখে
হাজার দৃষ্টি মেলে
মেঘের রঙ্গে সাজিস নাকি
আজও বৃষ্টি এলে
পৃথিবী অবাক তাকিয়ে দেখে
হাজার দৃষ্টি মেলে
কেউ বলে তুই অপার আকাশ
কেউ বলে বালুকণা
কেউ বলে একজীবনে
যায় না তোকে জানা
কেউ বলে তুই অপার আকাশ
কেউ বলে বালুকণা
কেউ বলে একজীবনে
যায় না তোকে জানা
কেউ বলে...
Keu bole tui của Bappa - Lời bài hát & Các bản Cover