
Mey
মেয়ে
ফুয়াদ
পুরনো মনের আলোয়
জ্বলে যদি একরাশ স্বপ্ন
বিমোহিত সুরে ভাসব
সুখে বরষার জলে আত্মমগ্ন
একা একা দিন কাটে না
মনের ভিতর অঘটন
কতকাল বেঁধে রাখব সেথায়
বরষার জলে কান্না শোন
মেয়ে ফিরে এসো
এসো না ফিরে
মেয়ে ফিরে এসো
এসো না ফিরে
এসো না ফিরে
সময় হলে এ পথ সে পথ
কোথাও খুঁজে পাবে না
স্বপ্নেরা সব মন ভেংগেছে
সুখ কেড়েছে ঠিকানা
(২)
মেয়ে ফিরে এসো
এসো না ফিরে এ এ
মেয়ে ফিরে এসো
এসো না ফিরে এ
ফিরে যদি আস কন্যা
পথ হারানো দৈবলোকে
দুচোখ বেয়ে আলোর বন্যা
তোমার আমার আর্দ্র বুকে
মেয়ে ফিরে এসো
এসো না ফিরে এ এ
মেয়ে ফিরে এসো
এসো না ফিরে
পুরনো মনের আলোয়
জ্বলে যদি একরাশ স্বপ্ন
বিমোহিত সুরে ভাসব
সুখে বরষার জলে আত্মমগ্ন
একা একা দিন কাটে না
মনের ভিতর অঘটন
কতকাল বেঁধে রাখব সেথায়
বরষার জলে কান্না শোন
মেয়ে ফিরে এসো
এসো না ফিরে
Mey của Bappa - Lời bài hát & Các bản Cover