menu-iconlogo
huatong
huatong
bappi-lahrimunna-aziz-ektai-kotha-ase-cover-image

EkTai kotha ase একটাই কথা আছে বাংলাতে

Bappi Lahri/munna azizhuatong
mrskorlanski25huatong
Lời Bài Hát
Bản Ghi
একটা'ই কথা আছে বাংলাতে,

মুখ আর বুক বলে একসাথে

সে হলো বন্ধু... বন্ধু আমার...

বন্ধু আমার... বন্ধু আমার..

একটা'ই কথা আছে বাংলাতে,

মুখ আর বুক বলে একসাথে

সে হলো বন্ধু...

বন্ধু আমার... বন্ধু আমার

কে গরীব, কে আমীর সে মানে না

জাতের বিচার করা সে জানে না

সে হলো বন্ধু...

বন্ধু আমার... বন্ধু আমার

দু'হাতে মোহর গিনী ছড়িয়ে গেলে

এ জগতে দামী দামী কতো কি মেলে

টাকায় যায় না কেনা বন্ধু কোথাও

সে শুধু কপাল গুনে মেলে দুনিয়াতে

তুমি যে বন্ধু, বন্ধু আমার...

একটা'ই কথা আছে বাংলাতে,

মুখ আর বুক বলে একসাথে

সে হলো বন্ধু...

বন্ধু আমার... বন্ধু আমার

এক মা'র গর্ভেতে জন্ম না কয়

বন্ধুকে বলি তবু নিজেরই যে ভাই

রক্তের ব্যবধান তুচ্ছ যে তাই

হৃদয়ের এতো মিল রয়েগেছে যাতে

তুমি যে বন্ধু, বন্ধু আমার...

একটা'ই কথা আছে বাংলাতে,

মুখ আর বুক বলে একসাথে

সে হলো বন্ধু...

বন্ধু আমার... বন্ধু আমার

কোনো দিনও ছাড়বোনা বন্ধু তোমায়

রয়ে যাবো চিরদিন এক দু'জনায়

আনন্দে দুঃক্ষে হবো একাকার

জীবনে মরণে রবো তোমাতে আমাতে

তুমি যে বন্ধু, বন্ধু আমার...

একটা'ই কথা আছে বাংলাতে,

মুখ আর বুক বলে একসাথে

সে হলো বন্ধু... বন্ধু আমার...

বন্ধু আমার... বন্ধু আমার..

THANK YOU

Nhiều Hơn Từ Bappi Lahri/munna aziz

Xem tất cảlogo

Bạn Có Thể Thích